আসসালামু আলাইকুম,,,, কেমন আছেন?
আমি আল্লাহকে রব ও প্রতিপালক হিসেবে বিশ্বাস করি,এবং বিশ্বাস করি,যে তার জাত,সত্ত্বা ও সিফাতে কোনো শরিক নাই,তার কোনো কুফু নেই!
কিন্তু শায়েখ,সম্প্রতি আমার অন্তরে কিছু সমস্যা হচ্ছেঃ
১.কেই অনুমান করে হয়তো কিছু বললে, তা কোনো ভাবে মিলে গেলে আমার তার প্রতি শিরিকি ধারণা চলে আসে,সাথে সাথে আমি আমার মনে বা মুখে সাক্ষ্য দিই,আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেনা,মনের খবর জানেনা ও তওবা করি!
২.কেউ আমার অনেক বড় কোনো উপকার করলে তার প্রতিও আমার শিরিকি ধারণার জন্মে,আউযুবিল্লাহ!তবুও আমি মনে করি যে, আল্লাহ রিজিক দাতা,এবং আল্লাহর ফয়সালা ছাড়া কেউ আমার কোনো উপকার বা অপকার করতে পারবেনা,মানুষ তো শুধু ওসিলা!
৩. অন্তরের এই রকম কুলষিত অবস্থায় আমি কোনো ইবাদতে মজা পায়না,,,নাকি সালাত, দোয়া, জিকিরে,,,এসবের সময় আমি আল্লাহকে ডাকতে গেলে আমার কোনো নির্দিষ্ট ব্যাক্তির নাম মনে চলে আসে!এতে করে আমার অন্তরে ভয় হয় যে শিরিক হয় কিনা,,,,তখন আমি কালেমা পড়ি,এবং বলি আল্লাহর সমকক্ষ কিছুই নেই এবং তিনি সবকিছুর উর্ধে! কিন্তু অন্তর তাতে স্থির থাকতে পারেনা!
আমি কুরআন হাদিস অনুযায়ী আকিদা পোষণ করলেও অন্তরে তা মানতে চাইনা,অন্তর থেকে।কুমন্ত্রণা আসে যে আমার বিশ্বাস ঠিক নেই,অন্তর বারবার ভ্রান্ত আকিদাহর কাছে যায়,
এই রকম চিন্তাও আাসে যে,তুমিতো সবসময় আল্লাহর কাছে শিরিক কুফর থেকে আশ্রয চাও,তাহলে তোমার অন্তরে আসন্ন ভ্রান্ত আকিদাটা ঠিক!তখন আবার আমি বলি,সেগুলোতো কুরআন হাদিসে কোথাও,পুরো ভ্রান্ত!এসব নিয়ে চিন্তা করতে করতে আমি কোনে কাজই ঠিক ভাবে করতে পারছিনা,সালাতে রুকু সিজদাহ করতে গেলে অন্য কোনো ব্যাক্তির নাম মনে আসে,আল্লাহর নাম নিতে গেলে সমস্যা,,একাকী থাকা অবস্থায় কান্না করি,কেন যে এসব হচ্ছে!
আমি মনে মনে বলি আল্লাহ কারো জনক ও নন,জাতক ও নন!
শায়েখ,,,আমি কি করবো?
৪.জিকির বা দোয়া করার সময় কবর বা মাজার বা মন্দির পাশে বা সামনে পরলে আমি শিরকের ভয়ে জিকির দোয়া বন্ধ করে দিই!তা কি ঠিক!