আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
128 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
বেশ কিছু প্রশ্নের উত্তর জানার ছিল উস্তায। মেহেরবানী করে একটু বুঝিয়ে দিবেন উত্তরগুলো -
১) মেয়েদের ক্ষেত্রে সামনের রাস্তা দিয়ে বায়ু বের হলে কি অযু নষ্ট হবে?
২) তালবিনা খাওয়া সুন্নাহ,  এটা কি হাদিসে আছে? এবং এর মূল উপকরণ কি কি?
৩) হজ্বে জিয়ারত লাভের এই ২ টি দুয়া সহীহ হাদীসে আছে কি না জানতে চাচ্ছিলাম -
* আল্লাহুম্মাফ তাহলানা আবওয়াবা যিয়ারতা বাইতুল্লহ
* আল্লাহুম্মারযুক্বনি যিয়ারতাল হারামাইনিশ শারীফাইন

৪) বদর যুদ্ধের কারণ কি ছিল?  শুধুই গণিমতের মাল হাসিল করা?
৫) সহীহ হাদীসে বর্ণিত কয়েকটা দরুদ শরীফ জানতে চাচ্ছিলাম যেগুলো দৈনিক তিন তাসবীহ হিসেবে পাঠ করা যাবে
৬) ড্রেসিং করা মুরগী খাওয়ার বিধান কি?
৭) দুনিয়াবী ডিগ্রী অর্জন করে কি লাভ?
৮) কাঁকড়া / ঝিনুক / অক্টোপাস এসব খাওয়ার বিধান শাফেয়ী বা হাম্বলী মাজহাবে কেমন?
৯) নিজের ভালোলাগার জন্য টুকটাক ঘর সাজানো,  দেয়ালে সৌন্দর্য ধরে রাখতে কিছু ঝুলানো,  সৌখিন জিনিসপত্র কেনার পেছনে টাকা ব্যয় করা জায়েয আছে?
১০) এই ওয়েবসাইটেই কোনো একটা প্রশ্নের উত্তরে দেখেছিলাম,  ক্যালিগ্রাফি করা অনুত্তম।  যদি ক্যালিগ্রাফি অনুত্তম হয়ে থাকে তাহলে আইওএম থেকে এটার কোর্স করানো হচ্ছে কেন?
১১) পাত্র দেখার ক্ষেত্রে পাত্র তাকওয়াবান কি না সেটা যাচাই করার উপায় কি?
১২) বলা আছে,  বিয়ে মুটামুটি ঠিক হয়ে গেলে দেরি করা ঠিক না। কারণ,  মাঝখানে শাইত্বন ঢুকে ফিতনা তৈরি করে। যার সাথে বিয়ের কথা চলছে সে পাত্র চিল্লায় গেছে। এখন,  সে কি বিয়ের কারণে চিল্লা থেকে চলে আসবে?  নাকি চিল্লা শেষ করে পরে বিয়ের চিন্তা করবে?

1 Answer

0 votes
by (597,990 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
وَالرِّيحُ الْخَارِجَةُ مِنْ الذَّكَرِ وَفَرْجِ الْمَرْأَةِ لَا تَنْقُضُ الْوُضُوءَ عَلَى الصَّحِيحِ إلَّا أَنْ تَكُونَ الْمَرْأَةُ مُفْضَاةً فَإِنَّهُ يُسْتَحَبُّ لَهَا الْوُضُوءُ. كَذَا فِي الْجَوْهَرَةِ النَّيِّرَةِ.
পুরুষের প্রস্রাবের রাস্তা বা মহিলাদের প্রস্রাবের রাস্তা যদি বায়ূ বের হয়, তাহলে বিশুদ্ধ মতানুযায়ী অজু ভঙ্গ হবে না। তবে যদি মহিলার প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তার মধ্যে সংযোগ থাকে,তাহলে তখন অজু করে নেওয়া মুস্তাহাব।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৯) আরো বর্ণিত রয়েছে,(আল জাওহারাতুন নাইয়্যিরাহ-১/৮,রদ্দুল মুহতার-১/১২)

(২)

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে,
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينِ لِلْمَرِيضِ وَلِلْمَحْزُونِ عَلَى الْهَالِكِ، وَكَانَتْ تَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ التَّلْبِينَةَ تُجِمُّ فُؤَادَ الْمَرِيضِ، وَتَذْهَبُ بِبَعْضِ الْحُزْنِ ".
তিনি রোগীকে এবং কারো মৃত্যুজনিত শোকাহত ব্যক্তিকে তরল জাতীয় খাদ্য খাওয়ানোর আদেশ করতেন। তিনি বলতেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ’তালবীনা’ রোগীর কলিজা মযবূত করে এবং নানাবিধ দুশ্চিন্তা দূর করে। [সহীহ বোখারী-৫৬৮৯]

যব পিষে, দুধে পাকিয়ে তাতে মধু মিশিয়ে এটা তৈরি করা হয়। তালবিনা আরবি ‘লাবান’ (টকদই) শব্দ থেকে এসেছে যেহেতু রান্নার পরে এটি -দইয়ের মতো ঘনত্বের হয়, এমনকি দেখতে দইয়ের মতো সাদা। সেজন্য সাদৃশ্য বোঝাতে তালবিনা নামটি এসেছে।(ইউকিপেডিয়া)

(৩)
না, সহীহ হাদীসে এমন কোনো দু'আ আসেনি। তবে দু'আ গুলোর অর্থ ভালো। সুতরাং এই দু'আ গুলি পড়া যেতে পারে।

(৪)
বদর যুদ্ধের কারণ হল, আল্লাহর দ্বীনকে উচু করতে কাফিরদের সাথে যুদ্ধ করার একটি ভুমিকা। ইসলামের কোনো যুদ্ধেই মাল অর্জন ছিলনা।হ্যা, যুদ্ধের নিয়ম হিসেবে যেহেতু বিজেতার অধিনস্ত সবকিছুই হয়ে যায়, তাই সাহাবাগণ বদর যুদ্ধে মাল সংগ্রহ করেছেন। বদর যুদ্ধ মালের জন্য হয়নাই বরং কাফিরদেরকে আর্থিকভাবে দুর্বল করার জন্য তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ ছিল।

(৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/985

(৬)
মোরগের নাড়ীভুঁড়ি বের না করে গরম পানিতে ছেড়ে দিয়ে ড্রেসিং করা মোরগ ভক্ষণ করা কখনো জায়েয হবে না।

(৭)
দুনিয়াবী কিছু লাভ হলেও আখেরাতে শুধুমাত্র তাকওয়া ও খোদাভীরুতাই ফায়দাদায়ক হবে।

(৮)
কুমির,ব্যঙ,সাপ, এবং বিষাক্ত প্রাণী ব্যতিত সাগরের অন্যান্য প্রাণী হালাল।এটা শাফেয়ী এবং হাম্বলী মাযহাবের সিদ্ধান্ত। সুতরাং তাদের মাযহাব মতে কাঁকড়া / ঝিনুক / অক্টোপাস খাওয়া নিষিদ্ধ নয়।
فى الموسوعة الفقهية الكويتية- ج٨،ص-١٥
ذَهَبَ جُمْهُورُ الْفُقَهَاءِ إِلَى إِبَاحَةِ صَيْدِ جَمِيعِ حَيَوَانَاتِ الْبَحْرِ، سَوَاءٌ كَانَتْ سَمَكًا أَوْ غَيْرَهُ. لِقَوْل اللَّهِ تَعَالَى: {أُحِل لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ}  أَيْ مَصِيدُهُ وَمَطْعُومُهُ. وَقَوْل النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا سُئِل عَنْ مَاءِ الْبَحْرِ: هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِل مَيْتَتُهُ.
وَاسْتَثْنَى الشَّافِعِيَّةُ وَالْحَنَابِلَةُ: التِّمْسَاحَ وَالضِّفْدِعَ، لِلنَّهْيِ عَنْ قَتْل الضِّفْدَعِ، فَقَدْ ثَبَتَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِهِ
وَرُوِيَ عَنِ ابْنِ عَمْرٍو أَنَّهُ قَال: لاَ تَقْتُلُوا الضَّفَادِعَ، فَإِنَّ نَقِيقَهَا تَسْبِيحٌ  . وَلِلاِسْتِخْبَاثِ فِي التِّمْسَاحِ؛ وَلأَِنَّهُ يَتَقَوَّى بِنَابِهِ وَيَأْكُل النَّاسَ.
وَزَادَ الْحَنَابِلَةُ: الْحَيَّةَ، وَصَرَّحَ الْمَاوَرْدِيُّ مِنَ الشَّافِعِيَّةِ بِتَحْرِيمِهَا وَغَيْرِهَا مِنْ ذَوَاتِ السُّمُومِ الْبَحْرِيَّةِ، وَقَصَرَ الشَّافِعِيَّةُ التَّحْرِيمَ عَلَى الْحَيَّةِ الَّتِي تَعِيشُ فِي الْبَحْرِ وَالْبَرِّ، وَأَمَّا الْحَيَّةُ الَّتِي لاَ تَعِيشُ إِلاَّ فِي الْمَاءِ فَحَلاَلٌ.
وَذَهَبَ الْحَنَفِيَّةُ إِلَى إِبَاحَةِ السَّمَكِ مِنْ صَيْدِ الْبَحْرِ فَقَطْ دُونَ غَيْرِهِ مِنَ الْحَيَوَانَاتِ الْبَحْرِيَّةِ.

(৯)
নাজায়েয নয়, তবে অনুত্তম।

(১০)
ক্যালিগ্রাফিতে যদি কুরআনের বিধান সম্ভলিত আয়াত না হয়, তাহলে তো রুখসত রয়েছে। শিখানোর সময় তো বলে দেয়া হচ্ছে যে, কুরআনের বিধান সম্ভলিত আয়াতের যাতে ক্যালিগ্রাফি করা না হয়।

(১১)
সে নামায পড়ছে কি না? পাত্রী পর্দা করছে কি না? পাত্র পাত্রীর বন্ধু/বান্ধব কে বা কারা? এসব দেখেই সিদ্ধান্ত নেয়া হবে যে, পাত্র/পাত্রী তাকওয়াবান।

(১২)
তার উচিৎ ছিল, চিল্লায় যাওয়ার পূর্বে বিয়ের বিষয়টাকে সমাধান করে যাওয়া। এখন যেহেতু চিল্লায় চলে গেছে, তাই চিল্লা শেষ করে আসুক, তারপর বিয়ে হবে, ইনশা'আল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...