আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
70 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (67 points)
edited by
শায়েখ, করে জবাব দেওয়ার জন্য আগাম ধন্যবাদ। অধিক প্রশ্নের জন্য বিরক্ত হলে ক্ষমা করবেন বিষয় গুলো জানা দরকার।  তাই সংক্ষেপে জবাব দিলেও হবে।

১. জবাই করার সময় আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বললে কি জবেহ হবে?

২. জবাই করার কিছুক্ষণ পর যদি মুরগী খানিক নড়াচড়া করে এই অবস্থায় যদি দোকানদার মুরগি ছিলে তার পা কেটে ফেলে সেই মুরগী এবং মুরগীর পা দুইটির সম্পর্কে শরিয়ত কি বলে?খাওয়া যাবে?

৩. আমি জানতাম প্রানী জীবিত অবস্থায় তার থেকে মাংস কেটে খাওয়া হারাম। আজ মুরগি কেনার সময় জবাই করার কিছুক্ষন পরে মুরগি হালকা নড়াচড়ায় থাকা অবস্থায় সে পা কেটে দেয়, তখন জীবিত অবস্থায় কাটা হয়েছে ভেবে এটাকে হারাম মনে করে আর নিয়ে আসি নাই। এটা যে হারাম মনে করে আনি নাই তা আরেকজনপর সাথে শেয়ার ও করেছি। এখণ এই পা খাওয়া হালাল হলে, আমার কি ইমানে সমস্যা হবে?

৪. আমার মনে হচ্ছে অনেক আগে কোথায় শুনেছিলাম যে, "অনেক গুলো মুরগী জবাই করতে হলে প্রথমটার ক্ষেত্রে বিসমিল্লাহ  বললেই হয়" এতো দিন এটা বিশ্বাস  করতাম এমনটাও মাথায় আসছে  না,আজকে  আলাদা ভাবে বিসমিল্লাহ বলতে হয় জেনে সত্যি টা মেনে নিয়েছি,এবং পুরাতন কথাটি মনে হচ্ছে, এতে কি ইমানে সমস্যা হবে?

৫. দুজন মানুষ কি খাবে তা নিয়ে কথা বলছিলো, তখন একজন আরেকজনকে যদি বলে, "তোমার যা সিদ্ধান্ত আমি তাই মেনে নিবো" তখন যদি প্রথম বেক্তির মাথায় তালা* এর কথা চলে আসে তখন দ্বিতীয় ব্যাক্তি কি,  প্রথম ব্যক্তি থেকে তার বউ কে সেপারেট করে ফেলার ক্ষমতা পেয়ে যায়?

৬.IELTS একটি ইংরেজি ভাষার টেস্ট।  এখানে বিভিন্ন প্রশ্ন করে  তখন কথা বলার জন্য বা লিখার জন্য অনেক মিথা্যা কথা লিখতে হয়, হারাম জিনিস যেমন গান এর ভালো দিক ইত্যাদি বলতে হয়। যেহেতু প্রশ্ন  করে চুপ থাকলে ধরে নিবে ইংরেজি পারি না,  তখন কি এই সব কথা বলতে পারবো?

৭. সৌন্দর্য বর্ধনের জন্য,  প্রনহীন বস্তুর ভার্ষ্কয যেমন ফুল,ফল,স্তম্ভ, গাছ,বা বিমূর্ত কিছু, এই গুলো কি জায়েজ?

জাজাকাল্লাহ

1 Answer

0 votes
by (717,920 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
জবাই করার সময় আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বললেও জবেহ হবে।
الْمَسِيحَ - عَلَيْهِ السَّلَامُ - وَحْدَهُ أَوْ سَمَّى اللَّهَ سُبْحَانَهُ وَسَمَّى الْمَسِيحَ لَا تُؤْكَلُ ذَبِيحَتُهُ.
(وَمِنْهَا) التَّسْمِيَةُ حَالَةَ الذَّكَاةِ عِنْدَنَا أَيُّ اسْمٍ كَانَ، وَسَوَاءٌ قَرَنَ بِالِاسْمِ الصِّفَةَ بِأَنْ قَالَ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَعْظَمُ، اللَّهُ أَجَلُّ، اللَّهُ الرَّحْمَنُ، اللَّهُ الرَّحِيمُ، وَنَحْوُ ذَلِكَ، أَوْ لَمْ يَقْرُنْ بِأَنْ قَالَ: اللَّهُ، أَوْ الرَّحْمَنُ، أَوْ الرَّحِيمُ، أَوْ غَيْرُ ذَلِكَ، وَكَذَا التَّهْلِيلُ وَالتَّحْمِيدُ وَالتَّسْبِيحُ وَسَوَاءٌ كَانَ جَاهِلًا بِالتَّسْمِيَةِ الْمَعْهُودَةِ أَوْ عَالِمًا وَسَوَاءٌ كَانَتْ التَّسْمِيَةُ بِالْعَرَبِيَّةِ أَوْ بِالْفَارِسِيَّةِ أَوْ أَيِّ لِسَانٍ كَانَ وَسَوَاءٌ كَانَ لَا يُحْسِنُ الْعَرَبِيَّةَ أَوْ يُحْسِنُهَا،
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/২৮৫)

(২)
জবাই করার কিছুক্ষণ পর যদি মুরগী খানিক নড়াচড়া করে, এই অবস্থায় যদি দোকানদার মুরগি ছিলে,এবং তার পা কেটে ফেলে, সেই মুরগী এবং মুরগীর পা দুইটি-ই খাওয়া যাবে।

(৩)
প্রশ্নের বিবরণমতে এই প্রাণী ভক্ষণ করা হালাল।তবে আপনি যেহেতু অজ্ঞতা বশত হারামের মনোভাব রেখেছেন, তাই আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।

(৪)
প্রশ্নের বিবরণমতে অতীতের এরকম জানার কারণে আপনার কোনো গোনাহ হবে না।
আল্লাহ তা'আলা বলেন,
(وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আহযাব-৫)

রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4560

(৫)
এখানে আলোচনা খাওয়া নিয়ে, মাথায় তালাকের প্রশ্ন আসার কোনো সুযোগ নাই।

(৬)
IELTS এর উদ্দেশ্য যদি নেক থাকে, তাহলে রুখসত থাকবে। নতুবা রুখসত থাকবে না।

(৭)
সৌন্দর্য বর্ধনের জন্য,প্রনহীন বস্তুর ভার্ষ্কয যেমন ফুল,ফল,স্তম্ভ, গাছ,বা বিমূর্ত কিছু, এই গুলো জায়েয হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (717,920 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...