আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
126 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (8 points)
আমি অর্নাসে সহশিক্ষা থেকে বাঁচতে IIUC তে ভর্তি হয়েছিলাম দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ সাবজেক্ট এ। কিন্তু আমি জেনারেল লাইনের স্টুডেন্ট হওয়ায় এই সাবজেক্ট এর পড়ালেখা আমার জন্য অনেক বেশি কঠিন হচ্ছে। সব পড়ায় আরবিতে আমি কিছুই বুঝি না। আমার মনে হচ্ছে এখন ধাপে ধাপে পড়া উচিত। এভাবে আমি পারছি না। পড়া কষ্ট করে  বুঝলেও মুখস্থ হয় না, মুখস্থ লিখতে পারি না।  সকালে ৬.৩০ এ বাসা থেকে বের হতে হয় এবং ক্লাস শেষ হয় ১.২০ এ বাস ছাড়ে ১.৩০ এ বাসায় আসি ৩টায়। বাসায় এসেই আমার যোহরের নামাজ পড়তে হয়। সারাদিনের ক্লান্ততাই যোহরের নামাজ শুধু ফরজটাই পড়া হয়। ক্লান্ত থাকায় ঘুম আসে অনেক। আসরের নামাজ পড়ে ঘুমাতে গেলে মাগরিব অনেক সময় মিস হয়ে যায়।  আবার না ঘুমালে কোনো পড়াই পড়তে পারি না। রাতের ৮ টা ৯ টায় ঘুম এসে যায়। আবার অনেক সময় ফজরও মিস হয়ে যাচ্ছে। ভার্সিটি ক্লাস করার পর থেকেই একটা দিনও তাহাজ্জুদে উঠতে পারি না। IOM এর ক্লাসে অনেক সময় ঘুমিয়ে যায়। ক্লাস থাকে আমার সপ্তাহে ৫দিন। ৫টা দিন আমার এমনই কাটে।
IOM ১ম সেমিস্টারে আমি অনেক মন দিয়ে পড়তে পেরেছি। আর রেজাল্ট অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ।  কিন্তু এইবার আমার না IOM এর পড়া হচ্ছে, না ভর্সিটির। কোথাও ঠিক মত পড়তে পারছি না। আমি যদি ভার্সিটির পড়া বাদ দিয়ে দি তা কি আমার জন্য উচিত হবে?? বাসা থেকে বের হইলেই ফেতনায় পড়ি বার বার। ক্লাসে অনেক সময় গিবতও হয়ে যায়। মনে হচ্ছে আমার আমল কম আর গুনাহ বেশি হচ্ছে, নফল ইবাদত দূরের কথা ফরজটাও মনে হয় ঠিক মত মন দিয়ে করতে পারছি না।
কিন্তু আমি আব্বু আম্মুকে বুঝতে পারছি না এসব কিছু।৷ আব্বু আম্মু চাই আমি পড়াশোনা করি। আমার কি আবার জেনারেল লাইনে ভর্তি হওয়া উচিত হবে কোনো মহিলা কলেজে?? নাকি জেনারেল লাইনে পড়াশোনা বাদ দিয়ে দিব?? কিন্তু আমি দায়ী হতে চাই। একজন দায়ী হতে আমার কি করা উচিত??
আমার মনে হয় আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি বার বার। তাই আমি পরামর্শ চাচ্ছি। আমাকে আশা করি সাহায্য করবেন, ইন শা আল্লাহ।

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


https://ifatwa.info/36753/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ-

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:

ﺍﺩْﻉُ ﺇِﻟِﻰ ﺳَﺒِﻴﻞِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ ﻭَﺟَﺎﺩِﻟْﻬُﻢ ﺑِﺎﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ( ﺍﻟﻨﺤﻞ : ١٢٥ (

আপনি আপনার প্রতিপালকের দিকে আহবান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা এবং সুন্দর ওয়াজ-উপদেশ দ্বারা এবং তাদের সাথে উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা-বিতর্ক করুন। (সূরা নাহল: ১২৫)

আল্লাহ তাবারকা ওয়া তাআলা আরও বলেন:

ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨَﺎﺕُ ﺑَﻌْﻀُﻬُﻢْ ﺃَﻭْﻟِﻴَﺎﺀ ﺑَﻌْﺾٍ ﻳَﺄْﻣُﺮُﻭﻥَ ﺑِﺎﻟْﻤَﻌْﺮُﻭﻑِ ﻭَﻳَﻨْﻬَﻮْﻥَ ﻋَﻦِ ﺍﻟْﻤُﻨﻜَﺮِ ﻭَﻳُﻘِﻴﻤُﻮﻥَ ﺍﻟﺼَّﻼَﺓَ ﻭَﻳُﺆْﺗُﻮﻥَ ﺍﻟﺰَّﻛَﺎﺓَ ﻭَﻳُﻄِﻴﻌُﻮﻥَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﺃُﻭْﻟَﺌِﻚَ ﺳَﻴَﺮْﺣَﻤُﻬُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻋَﺰِﻳﺰٌ ﺣَﻜِﻴﻢٌ ( ﺍﻟﺘﻮﺑﺔ : ٧١ (

আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, তারা ভাল কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে, আর তারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। এদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবেন, নিশ্চয় আল্লাহ পরক্রমশালী, প্রজ্ঞাময়। (সূরা তাওবা: ৭১)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
পরিপূর্ণ একজন দাঈ হওয়ার জন্য দ্বীনকে ভালভাবে বুঝতে হবে।কুরআন সুন্নাহ দ্বারা নিজের জীবনকে পরিচালনা করতে হবে।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি বাবা মার কথার খেলাফ জেনারেল লাইন এ পড়াশোনা বাদ দিবেননা।
আপনি যেহেতু দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ সাবজেক্ট নিয়ে কোনোভাবেই কন্টিনিউ করতে পারছেননা,সেক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তন করতে পারেন।

কোনো মহিলা কলেজেও ভর্তি হতে পারেন।
পাশাপাশি IOM এ নিয়মিত ক্লাশ চালিয়ে যাবেন।
মেয়েদের মধ্যে দ্বীনের দাওয়াত মূলক কাজের শিক্ষা আপনাকে এখান থেকেই কোনো ক্লাশের মাঝে দেয়া হবে,ইনশাআল্লাহ। 
,
আপনি উভয় লাইন থেকেই শিক্ষা অর্জন অব্যাহত রাখুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (8 points)
edited by
আসসালামু আলাইকুম। আমার আরেকটা প্রশ্ন ছিল। 
আব্বু চাই আমি ভালো কোনো কলেজ থেকে অর্নাস করি, ভালো কোনো সাবজেক্ট নিয়ে। মহিলা কলেজ অনেক দূরে আর একটাই আছে শুধু, সাবজেক্টও তেমন নেই। কিন্তু অন্য সকল কলেজে সহশিক্ষা। আবার মহিলা কলেজে যেতেও গণপরিবহনে যেতে হয় যার কারণ অনেক সময় পুরুষ মানুষের পাশে বসে যেতে হয়। আমি এইচএসসি ওই কলেজ থেকেই করেছি তাই আমি জানি। 
এই ক্ষেএে আমার করণীয় কি হবে? অন্যান্য কলেজে পড়া কি ঠিক হবে?  

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...