আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু উস্তাদ আমার একটি বিয়ের প্রস্তাব এসেছে আমি তার সম্পর্কে একটি মাসায়ালা এবং ইস্তেখারার দুটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছি,দ্রুত উত্তর পেলে উপকৃত হব।
আমার আব্বুর কলিগ এর মাধ্যমে একজন পাত্রের জন্য প্রস্তাব আসে তিনি গ্যাসফিল্ডে সরকারি চাকরি করেন,জানা গেছে ছেলেটি ভদ্র এবং তার ইনকাম হালাল,তবে সেদিন দ্বীনদার কিনা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কিনা,ইসলামকে কতটুকু মেনে চলে এটা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি,আমি পর্দা এবং দ্বীন এর ব্যাপারে গুরুত্ব দিলেও,আমার পরিবারে গুলোকে গুরুত্ব দিচ্ছে না,সরকারি চাকরি দেখে এখানে বিয়ে দিতে চাচ্ছে, ছেলে বিয়ের পরে কতখানি পর্দা করতে দিবে বা তার পরিবারে কতখানি পর্দার পরিবেশ আছে এগুলো সম্পর্কেও জানা যাচ্ছে না(ছেলের তিন বোনের বিয়ে হয়ে গেছে,এক বোন মায়ের পাশের ফ্লাটে থাকে এবং একটি অবিবাহিত ভাই আছে)। আমার পরিবারের কথা বিয়ের পরে সব কিছু ম্যানেজ করে নেওয়া যাবে,পাত্রের দাঁড়িও নেই,সর্বোপরি আমি নিশ্চিত হতে পারছিনা যে সে কতখানি দ্বীনদার বা আদৌ ঠিকমতো নামাজ পড়েন কিনা বা ইসলাম মেনে চলে কিনা,নন মাহরাম মানেন কি না,আমাকে মানতে দিবেন কি না,পর্দা করতে দেবেন কিনা,আমার প্রাথমিক বায়ো ডাটা দেওয়া হয়েছে এবং তারা পছন্দ করে ছবি চেয়েছে,আমি আমার পরিবারকে কোনোভাবেই বোঝাতে পারছিনা যে আমি ছবি দিতে চাইনা,কারন একটা ছবি পাঠালে তা কত জনের হাতে যাবে এর নিশ্চয়তা কেউ দিতে পারে না,আমি চেয়েছিলাম তারা একবারে দেখতে আসুক এবং আমি এ সম্পর্কে আমার পরিবারের কথা বলেছিলাম কিন্তু আমার পরিবার চাইছে না তারা সরাসরি দেখতে আসুক আমার পরিবার চাইছে আগে ছবি দেওয়া হোক,না হলে তারা ভাবতে পারে মেয়ের কোন সমস্যা আছে আমার পরিবারের কথা হলো সমাজ বলেও একটা কথা আছে ছবি না দিলে আজকাল বিয়ে হয় না।
এখন আমার প্রশ্ন টি হল এই অবস্থায় আমার কি ছবি দেওয়াটা জায়েজ হবে উচিত হবে আমার কি করা উচিত?
এই প্রস্তাবটি আসার পরে আমি ইস্তেখারা করেছি এবং দুইবার ২টি স্বপ্ন দেখেছি।
প্রথম স্বপ্নে আমি দেখলাম আমি আমার বাবা এবং আমার পরিবারের আরও ২জন যাদের চেহারা আমার মনে নেই তাদের সঙ্গে একটা নতুন তৈরি হচ্ছে এমন বাড়িতে গেলাম যেখানে ছেলের বাবা লোকজনদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন, আমরা ছেলের বাবার সাথে কথা বলতে যাচ্ছিলাম, আমরা বিল্ডিং এ প্রবেশ করামাত্র কথা বলা শুরু করার আগেই আমরা বুঝতে পারলাম বিল্ডিংটা ভেঙে পড়বে এবং আমরা তারাতারি বের হয়ে আসলাম এবং বিল্ডিং তৎক্ষণাৎ ভেঙে পড়ল।এরপরে আমি আর কিছু দেখতে পাইনি অথবা আমার ঘুম ভেঙে গিয়েছিল।
দ্বিতীয় স্বপ্নে আমি দেখলাম আমাদের বিল্ডিং এর পাশের বিল্ডিংয়ে অফিসিয়াল মিটিং এ কিছু লোক এসেছে এবং তাদের মধ্যে কোনো একজন আমাদের পরিচিত তাই সে তার স্ত্রীকে আামাদের বাসায় রেখে যায়,আমি সেই আন্টির সাথে গল্প শুরু করি এবং কথায় কথায় জানতে পারি সেই আন্টি ওই পাত্রে পরিচিত কেউ হয় তখন আমি তাকে পাত্র সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন তাঁর পরিবার তো অনেক মিশুক, তোমাকে পর্দা ঠিক মতো মানতে দিবে কিনা এটা নিশ্চিত না,এরপর আমি দেখলাম আমার আম্মু আমাকে রাগের স্বরে বলল দরকার কি ছিল উনাকে এগুলো জিজ্ঞেস করার,এরপর আমার ঘুম ভেঙে যায়।
এখন আমার কি এখানে আগানো উচিত বা এটা কি আমার জন্য কল্যাণকর হবে আমি বুঝতে পারছি না।