আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
প্রথমেই আমার কিছু সমস্যার কথা বলে নিচ্ছি।এবং এর প্রতিকার জানতে চাই।১/বদনজরের সমস্যা
২/দিন-দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে,শুকায় যাচ্ছি,চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, উজ্জ্বলতা মলিন হয়ে যাচ্ছে।
৩/ ইবাদাতে আলসি, অমনোযোগীতা,কোনো ভাবেই ইবাদাতে দৃঢ় থাকতে পারিনাহ।
৪/ওয়াসওয়াসার সমস্যা প্রচুর।যেমন, সালাতে সিজদাহ কয়টা দিয়েছি খেয়াল করতে পারি নাহ,ওযুতে কুলি কয়বার করেছি সম্ভবত এতোবার মনে করতে পারছি না।
৫/কিচ্ছু ভালো লাগেনা, অকারণেই ডিপ্রেসড থাকি, মন খারাপ হয়ে যায়, যা পড়ি ভুলে যাই মনে থাকে নাহ, কোনো কিছুতে মনোযোগ দিতে পারিনা,রাত্রে ঘুম আসেনা,ঘুমাইতে ঘুমাইতেই ২টা বাজে যদিও বিছানায় যাইনা কেনো ১০টায়, কোনো কারণ ছাড়া,আজে-বাজে টেনশন,যা নিয়ে না ভাব্লেও হয় তা নিয়েও টেনশন,স্বপ্নেও উলটা পালটা দেখি। কিন্তু যা দেখি সজাগ হয়ে মনে করতে পারি নাহ বিন্দুমাত্রও, লাস্ট স্বপ্ন ছিলো দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে কেউ আমাকে খাইয়ে দিচ্ছে, আর এরপর যাই দেখেছি এখন পর্যন্ত কিচ্ছুই মনে করতে পারিনা।কিন্তু ওই খাওয়ার ঘটনাটা কিছুতেই ভুলিও নাহ।
৬/খিটখিটে হয়ে যাচ্ছি,অল্পতেই রেগে যাচ্ছি,এতো রাগ উঠে অকারণেই যে খুন পর্যন্ত করতে মন চায়,মারামারি-গালিগালাজ করি কারণ ছাড়াই। নিজেকে কন্ট্রোলই করতে পারি নাহ, পরবর্তীতে আফসোস করি আর কান্নাকাটি করি যে কেনো এমন করি
৭/ বুঝতে পারতেছি যে আমার সেল্ফ রুকাইয়া করা প্রয়োজন কিন্তু তাও করতে পারি নাহ কেনো?চাইলেও পারি নাহ, কিসে যেনো আটকায় রাখে, এমনকি সালাতের পরে যিকরও নাহ।
৮/পিরিয়ডের পরেই এসব সমস্যা হয় প্রচুর। বেশি ক্ষতি হয় ইবাদাতের ক্ষেত্রে।শারিরীক -মানসিক ক্ষতি আস্তে আস্তে পুষিয়ে নিলেও ইবাদতের ক্ষতি থেকে কিভাবে বাঁচবো!??
৯/ আব্বুকে একদমই সহ্য করতে পারি না, অথচ উনিই আমাকে সবথেকে বেশি ভালোবাসেন,আমার জন্য সব কিছু করেন,আর আমিও উনাকে অনেক ভালোবাসি, উনার বাধ্য থাকতে চাই,কিন্তু কেন যেনো মনে হয় উনি আমার শত্রু,উনার সাথে সবসময় খারাপ ব্যাবহার করি।
১০/ যখনই হিফজ করতে বসি কিংবা রাত্রে তিনটার দিকে বা সন্ধ্যার দিকে কুকুর এসে আমার ঘরের কর্ণারে প্রতিদিনই ঘাউ ঘাউ করে, কিন্তু আর কোথাও না করে আমার ঘরের কর্নারেই এমন করে কেনো? আর এমনটা প্রায় ঘন্টা খানেক কিংবা তার বেশিও করে।
Family problems
১/আব্বু বাড়িতে(জবের জন্য অন্য জায়গায় থাকেন) আসলেই অসুস্থ হয়ে যায়, আমাদের সাথে খারাপ ব্যবহার করে কারণ ছাড়াই। এমনি সময় ভালো থাকলেও বাড়িতে আসলেই সমস্যা করে।কেনো এমন করে?
২/আব্দুর রহমানেরও(আমার ছোট ভাই) বদনজরের সমস্যা আছে।
We are suffering from paranormal problems, I'm damn sure☠️
এরপর আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে,
আমি গতকাল ফজরের সালাতের পর যখন আবার ঘুমাই তখন স্বপ্ন দেখি, আমার ২টা জমজ বাচ্চা হয়েছে,যাদের একজনকে আমি লালন পালন করছি আর আরেকজনকে আমার আম্মু, আর আমার চাচাতো বোনেরও একই সাথে একটি বাচ্চা হয়েছে,দেখতে অনেকটা চাইনিিজজ বাচ্চাাদের মতো, (আমরা ২জনই অবিবাহিত), আর ওর সাাথে আমার relation একেবারে আপন বোনের মতো। কিন্তু দুুুশ্চিন্তার বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানের বাবাকে খুঁজে পাচ্ছি না, আর স্বপ্নেও আমরা অবিবাহিতই, কিন্তু এই বাচ্চা তাহলে আসলো কোথা থেকে!আমার জমজ বাচ্চাদের মধ্যে একজন খুব দ্রুত বাড়ছিলো আর আমি জানতামও যে সে খুব তাড়াতাড়ি মারা যাবে, আর আমার কোলে যেই বাচ্চা ছিলো সে একেবারে নবজাতকই, আমি আমার বাচ্চাদের ব্রেস্টফিডিং ও করিয়েছি।এসবের মানে কি? এরপর কিছু গোলাপ ফুল ছিড়ে ওদের জন্য কিছু একটা বানাচ্ছিলাম এরমধ্যে ঘুম ভেঙে যায়।