আসসামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।ফোনে বিবাহিত মহিলাকে কলের মধ্যে ননমাহরাম পুরুষ বউ ডাকলে কি কোন সমস্যা হয়? মহিলাটি ভয়ে হ্যা না কিছু বলে নি।কারন ও ওর স্বামীকে খুব ভালবাসে।মানে একজন পুরুষ আরেকজনকে বলতেছে বউ আমারটার সাথে কথা বল।।তহ আরেকজন ওটার সাথে এমনিতে কথা বলেছে।মেয়েটা কথা বলত না কথা প্রয়োজনে কথা বলেছে ২ জনের সাথে,না হয় বলত না।২ জনই নন মাহারাম।মেয়েটা বিবাহিত।মেয়েটার স্বামী কারাগারে তহ এই কারনে প্রয়োজনে কথা বলেছে।ওর মনে ওয়াসওয়াসা আসতে থাকে কোন সমস্যা হবে কিনা ভেবে।মেয়েটার মনে সব বিষয়ে ওয়াসওয়াসা আসতে থাকে।এমন ও আসে আমি তহ বিবাহিত কিছু হবে না।আবার আসে ওর স্বামী ওকে কি কেনদিন তালাক দিয়েছিল কিনা।দিলে এরকম কথা বললে কোন সমস্যা হবে কিনা।ওর জানা মতে দেয় নি কোনদিন।ওর মনে এসব ওয়াসওয়াসা আসতে থাকে।সে খুব ভয় পেয়ে আছে।এতে কি সমস্যা হবে?
২।উপরে প্রশ্নটা আমি অন্যের দিকে ইন্গিত করে করেছি।কারন আমার স্বামী আমাকে পাওয়ার দিছে।আমি আমার স্বামীর সাথে থাকতে চায়,অনেক ভালবাসি। আমার স্বামী কারাগারে, তাই বাধ্য হয়ে কথা বলতে হয়ছে। উপরে এভাবে প্রশ্ন করায় কোন সমস্যা হবে?দয়া করে বুঝিয়ে বলবেন।
৩।স্বামী স্ত্রী যে যার বাপের বাসায় থাকে।স্ত্রী মা বাবা মেনে নেয় নি তহ স্বামী ২-৩ মাস পর পর আসে স্ত্রীর সাথে দেখা করতে।হোটেলে দেখা করে।তখন তারা নিরিবিলিতে সময় কাটায় একসাথে,সহবাস ও হয় প্রত্যেকবার।তহ স্বামী দেখা করে চলে যাওয়ার সময়,স্ত্রী বলে আবার কবে আসবেন? স্বামী বলে ৩ মাস পর।স্ত্রী একটু বেশি ওয়াসওয়াসায় আক্রান্ত। ওর মনে সন্দেহের সৃষ্টি হয় স্বামীর কথা দ্বারা কোন সমস্যা হবে কিনা মানে ঈলা হবে কিনা।স্বামী তহ শপথ করে নি, আর সহবাস করবে না এমন ও বলে নি।এতে কি কোন সমস্যা হবে?