ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাঃ উম্মতের ভাই এবং রুহানী পিতাও বটে।
তবে নসবী পিতা নন।
রাসূলুল্লাহ সাঃ রুহানী পিতা।এর দলীল হল,
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستطب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروث والرمة
রাসূলুল্লাহ সাঃ বলেন, আমি তোমাদের পিতার স্থলাভিষিক্ত, আমি তোমাদেরকে শিক্ষা দান করবো, যখন তোমমাদের কেউ প্রস্রাব পায়খানা করতে যাবে, তখন সে যেন কিবলাকে সামনে রেখে বা কিবলাকে পিছন দিয়ে না বসে। এবং সে যেন, ডান হাত দ্বারা পবিত্রতা অর্জন না করে। রাসূলুল্লাহ সাঃ তিনটি পাথর দ্বারা হাজত পূর্ণ করার পরামর্শ দিয়েছেন।এবং গোবর ইত্যাদি দ্বারা ঢিলা ব্যবহার করতে নিষেধ করেছেন।(সুনান আবি দাউদ-০৮)
রাসূলুল্লাহ সাঃ পিতা নসবী পিতা নন।
مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَـٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
মুহাম্মদ তোমাদের কোন ব্যক্তির পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।(সূরা আহযাব-৪০)