হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
আবূ যার আল-গিফারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ আমার উম্মাতের ভুল , বিস্মৃতি ও বলপূর্বক যা করিয়ে নেয়া হয় তা ক্ষমা করে দিয়েছেন। [সুনানে ইবনে মাজাহ, ২০৪৩]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: আল্লাহ তা'আলা আমার উম্মতের ভুল-ভ্রান্তিসমূহ ক্ষমা করে দিয়েছেন এবং সে কাজটিও ক্ষমা করে দিয়েছেন, যে কাজটি তাদের দ্বারা জোরপূর্বক করানো হয়।
(সহীহ ইবনু মাজাহ ২০৪৩, সহীহ আবূ দাউদ ১৯১৫, মা'রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাকী ৫৯৯৮, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৫৮৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ১৯০৫১, সহীহ ইবনু হিব্বান ৭২১৯, সুনানু দারাকুত্বনী ৩৩, হিলইয়াতুল আওলিয়া ৬/৩৫২, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১১১১০, আল মুজামুস সগীর লিত্ব তবারানী ৭৬৫, আল মু'জামুল আওসাত্ব ৮২৭৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১১৭৮৭, আস্ সুনানুস্ সুগরা ২৮৩৫।)