আমার হায়েজ ৩ দিন হয় তার পর কিছু সময় থেমে থেমে হয় মানে কাল সারা রাত কিছু আসে নি,আবার দুপরের দিক আসতে পারে এমন কিছু ঘন্টা পরে পরে হয় এমন চলে মোটা মোটি ৬ দিন,
এখন আমার জন্য কি নামাজ পরা ফরজ হবে?
নাকি একবারে ৬ দিনে এর পর?
যেহেতু কিছু ঘন্টা পরে পরে হয়ে থাকে একটু করে তাহলে আমার নামাজ পরলে তহ ৫ বার গোসল করতে হবে ৩ দিন পর থেকে ৬ ষষ্ঠ দিন পযন্ত, আর এইভাবে গোসল করা সব সময় সম্ভব হয়ে উঠে না আবার সম্ভব হলেও ৫ বার গোসলের ফলে ঠান্ডা জনিত সমস্যা হতে পারে