ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
মুজতাহিদ নয় এমন সবার জন্য মাযহাব মানা ফরয।বিস্তারিত জানতে দেখুন!জাস্টিস আল্লামা তাক্বী উসমানী রচিত"মাযহাব কি ও কেন?"
মাযহাব অর্থ হল,কুরআন-হাদীসের ব্যাখা জানতে কারো সাহায্য গ্রহণ করা।অর্থাৎ যারা নিজে সরাসরি কুরআনের আয়াত বা হাদীসে রাসূল এর মর্মার্থ বুঝতে পারেন না, তারা অন্যর সাহায্য নিয়ে কুরআন-হাদীস এর মর্মার্থ বুঝবেন,এবং সে অনুযায়ী আ'মল করবেন।
সুতরাং কোনো এক আলেম বা মৌলিক মূলনীতি এক এমন একদল আলেমের কুরাআন-সুন্নাহ অনুসৃত মত ও পন্থাকে অনুসরণ করার নামই হল মাযহাব। এক্ষেত্রে সকল মাস'আলায় শুধুমাত্র একজনকেই অনুসরণ করতে হবে।নতুবা একেকজনকে একেক মাস'আলা অনুসরণ মূলত প্রবৃত্তির অনুসরণ হবে,।এজন্য এমন কোনো এক আলেম বা মূলনীতি এক এমন একদল আলেমকে অনুসরণ করতে হবে যাদের প্রায় সকল বিষয়ে ইজতেহাদ রয়েছে।এই হল মাযহাব এর তাৎপর্য। এ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1936
(২)
ঈমান যাবে না।তবে তার অাখেরাত আশংকাযুক্তই থেকে যাবে। সে হয়তো একদিন শয়তানের পদাঙ্ক অনুসরণ করে নিতে পারে।
(৩)
হালালকে হারাম করা আর হারামকে হালাল করা বড় ধরণের কুফরি। এ বিষয়ে কুরআন হাদীস থেকে এত অসংখ্য দলীল রয়েছে যে, তা উল্লেখের কোনো প্রয়োজনিয়তা রাখে না। আপনাকে একটি আয়াতের কথাই শুধু বলবো,
আল্লাহ তা'আলা বলেন,
وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ ۗ وَإِنَّ كَثِيرًا لَّيُضِلُّونَ بِأَهْوَائِهِم بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ
কোন কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না, যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, অথচ আল্লাহ ঐ সব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন, যেগুলোকে তোমাদের জন্যে হারাম করেছেন; কিন্তু সেগুলোও তোমাদের জন্যে হালাল, যখন তোমরা নিরুপায় হয়ে যাও। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা না জেনে বিপথগামী করতে থাকে। আপনার প্রতিপালক সীমাতিক্রম কারীদেরকে যথার্থই জানেন।(সূরা আন'আম- ১১৯)
(৪)
মাহরাম নন মাহরাম মেন্টন করে চলা ফরয।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2722
মুহতারাম!
আপনার প্রশ্ন থেকে বুঝা যাচ্ছে যে, আপনি ইসলাম সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন। যাইহোক, আল্লাহ আপনার ইলমে বারাকাহ দান করুক।আমীন।
আপনাকে দলীল বললে সেটা সম্ভবত বুঝবেন না মুহতারাম। কেননা দলীল বুঝার জন্যই মাদরাসায় ১৬/১৮ বৎসর পড়ানো হয়ে থাকে। আপনি মাহরাম সম্পর্কে জানতে ও দলীল বুঝতে উপরের লিংকে ক্লিক করবেন।
(৫)
দৃষ্টির হেফাজত ফরয।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1535