ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কোনো পাত্রে বা পায়ে নাপাকি লাগলে তা টিউবওয়েলে বা ট্যাপের পানিতে ধৌত করার সময় ছিটা ছিটা পানি শরীরে ছিটে আসে, এতে শরীর নাপাক হবে।
(২)
মোবাইলে নাপাকি লাগলে আর তা শুকিয়ে গেলে সেই মোবাইল সামনে রেখে নামাজ পড়লে কোনো সমস্যা হবে না। আর পরবর্তীতে ভিজা হাতে মোবাইল ধরলে হাত অবশ্যই নাপাক হবে।
(৩)
আপনি নিশ্চিত যদি হন যে, এগুলো প্রস্রাবের ছিটা।তাহলে পাত্রের বাহিরের অংশ ধৌত করবেন।যদি ধৌত করা সম্ভবপর না হয়, তাহলে সমস্ত পানি ঢেলে দিবেন।
(৪)
কাপড় বা বিছানার ঐ অংশ নাপাক হবে, যেই অংশে পায়খানা লাগবে।
(৫)
রিয়া হবে না। তাছাড়া কিছু মানুষের তো ফায়দা হতে পারে।তাই আপনি পোষ্ট করা চালিয়ে যাবেন।
(৬)
ছবি দেওয়া জায়েয হবে না।
(৭)
পা থেকে নিয়ে সিজদার জায়গা পর্যন্ত পবিত্র হতে হবে।
(৮)
না, আপনার বর্ণিত সূরতে রিয়া হবে না।
(৯)
যেখানে নাপাকি লাগবে, সেই জায়গা থেকে দূরে গিয়ে নামায পড়লে নামায হবে।ভিজা পায়ে সেই জায়গায় হাটাচলা করলে পা নাপাক হয়ে যাবে।
(১০)
না, রিয়া হবে না।