আসসালামুআলাইকুম।
1.নামাজে পা দিয়ে সামান্য( যেটা পাশের জন হয়তো বুঝতেই পারবেনা এক দৃষ্টিতে তাকিয়ে না থাকলে) এগিয়ে গেলে কি নামজের কোনো ক্ষতি হবে?
2. নামাজে রুকু দিয়ে বসার সময় বা উঠার সময়/ সিজদাহ দিয়ে সোজা হওয়ার সময় পিছনে থাকা আসবাব এ হালকা ধাক্কা লাগলে নামাজে কোনো ক্ষতি হবে?
3. নামাজে ওড়না যদি রুকুর সময় ঝুলে থাকে বুকের উপর ছড়ানো অংশ টুকু, (মানে গায়ের সাথে লেগে না থেকে একটু আলাদা হয়ে ঝুলে থাকে রুকুর সময়), সতর উম্মুক্ত হয়না, কিন্তু ঝুলে থাকে শরীর থেকে আলাদা হয়ে কেউ যদি ওড়নার নিচ দিয়ে দেখে তাহলে গলা দেখা যাবে একটু, এতে নামাজের ক্ষতি হবে?( বুঝাতে না পারলে আফওয়ান)