১
হুজুর কারও যদি এমন হয়
ধরুণ সে বিয়ে করে নি কিন্তু মনে মনে এক জনকে পছন্দ করে যা সে ছাড়া তেমন কেউ জানে না।
একদিন সে চিন্তা করছে ওকে পেলে জীবনে ছাড়বে না। তখন সে মুখে বলতে চাচ্ছিল মেয়েটাকে পেলে জীবনে তালাক দিবে না তখনই মুখ দিয়ে ভুলে উচ্চারিত হয়ে যায়
ওইডারে তালাক
তবে কি তাদের বিয়েতে কোন সমস্যা হবে
২
যদি সমস্যা হয় তবে কয় তালাক হবে ও ওই মেয়েকে কি বিয়ে করতে পারবে
৩
হুজুর তালাক নিয়ে নানা কথা ইন্টারনেটে সার্চ করি জানার জন্য । এই ধরণের বাক্য লিখি
অামি যত বিয়ে তত,,,,,,,,,,,, (বাক্য সম্পূণ করে সার্চ দিয়েছি।" অামি" শব্দটা লিখেছিলাম বলে মনে হয় না) কোন ধরণের বাক্য লিখেছিলাম তাও মনে নেই কিন্তু মুয়াল্লাক হয় এমন বাক্য লিখে ইন্টারনেটে সার্চ করেছিলাম। এর ফলে কি কোন সমস্যা হয়
৪
হুজুর এটা মনে অাছে
বলছিলাম যত বিয়ে তত,,,,বাক্য সম্পূর্ণ করে( মনে মনে বলেছিলাম) কিন্তু অামার নিয়ত ছিল সিনামার নাম যদি হত এইটা তবে উচ্চারণ করলে ত মানুষের সমস্যা হত । অামি বাক্যটা অামার দিকে নিয়ে বলি নি। গান এর মত করে ২-৫ বার বলেছিলাম(ইচ্ছাকৃতভাব) কিন্তু একবারও বলি নি অামি যত বিয়ে,,,, বলেছিলাম যত বিয়ে তত,,,, ।
অামার যতটুকু মনে অাছে মনে মনে বলেছিলাম। কারণ অামি জানতাম যে মুখে ;
অামি যত বিয়ে তত,,,বাক্য বললে সমস্যা হয় কিন্তু এইটা জানতাম না যে যত বিয়ে তত,,,বললেও সমস্যা হয়। এর ফলে কি সমস্যা হবে।
৫
মুয়াল্লাম এর মাসঅালা কেউ যদি না মানে তার কি ঈমান থাকবে মানে মুসলমান থাকবে ও অালেমদের ও চার ইমামের মাঝে কি এই মুয়াল্লাম এর মত নিয়ে দ্বিমত অাছে
৬
ইন্টারনেটে মুয়াল্লাক বাক্য লিখেছিলাম নাকি এই চিন্তা করতে করতে কারও মুখ দিয়ে উচ্চারণ হয়ে যায়
একবার করছি
কিন্তু তখন নিয়ত ছিল হয়তবা ইন্টারনেটে সার্চ করছি সম্পূর্ণ বাক্য লিখে। এসবের ফলে কি কোন সমস্যা হয়
৭
তালাকের নিয়ত নেই কিন্তু ওয়াসওয়াস এর জন্য মনে হয় নিয়ত অাছে তবে অাসলে নিয়ত নেই তখন কেনায়া বাক্য বললে কি সমস্যা হয়
৮
রোজা অবস্থায় বউকে চুম্বন করলে যদি মযি বের হয় তবে কি রোজা ভেঙ্গে যায়
৯ হুজুর কেউ যদি তালাকের নিয়ত ছাড়া এমন বলে যে
বিয়ের পর হইয়া গেল
শুধু এটুকুই অার তার নিয়ত থাকে যে কারও যদি বিয়ের পর তালাক হয়ে যায় বতমানে তাকে ছেড়ে দেওয়া কঠিন। এর ফলে কি তার নিজের কোন সমস্যা হয়