আসসালামুআলাইকুম।
1.আমার বাথরুম টি ছোট হওয়ায় কাপড় ধোয়ার পর ছিটা ফোঁটা ধোয়ার জন্য যখন মগ দিয়ে পানি ঢালী, তখন টা আশপাশে পড়ে গায়ে ও পরে, আবার যখন ধোয়া শেষ এ গা ধুয়ে নেই, তখন আবার ছিটা লাগে। এভাবে সাইকেল আকারে ছিটা লাগতেই থাকে এড়ানোর উপায় দেখিনা। ধোয়ার ছিটা লাগে, ছিটা ধুতে ধোয়া জায়গায় আবার লাগে। এক্ষেত্রে আমি একবার ধুয়ে তারপর গা ধুয়ে নিয়ে পাক ধরতে পারবো কিনা? নাহলে এই ধোয়া ধুই তে আমার আর বাথরুম থেকে বের হওয়াই কষ্টকর হয়ে যাবে। আমি ওয়াসওয়াসা রুগী। একবার ধোয়ে তারপর গা ধুয়ে পাক ধরে বের হয়ে গেছি। নাহলে বের হতে পারবোনা তাই। কি করণীয়?
2. প্যান বাথরুম এর ক্ষেত্রে ইস্তিঞ্জা শেষ এ আশপাশে পরা পানি ধোয়ার জন্য কতটুকু পানি ঢালতে হবে? বেশি পানি ঢালা হলে তখন গড়িয়ে পুরো বাথরুম এ পানি নেমে যায়( গোসলখানা যুক্ত) আরো ওয়াসওয়াসা বেড়ে যায়, আর যদি যেটুক জায়গায় পানির চিটা লেগছে ঐতুক্ জায়গায় পানি ঢালী কয়েকবার তাহলে মনে হয় যে পাক হয়নি। কি করণীয়? নাকি শুধু ঐটুক জায়গায় পানি ঢেলে চলে আসবো? বাথরুম অনেক ছোট হওয়ায় সমস্যা। পানি গড়িয়ে প্যান এ পড়ে সাধারণত অল্প স্রোতে ঢাললে, মাঝামাঝে ছড়িয়ে যায়।