ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অসহায়দের জন্য কুরবানি প্রজেক্ট?
এ কথার অর্থ কি? এমন কোনো কুরবানি তো শরীয়তে নাই।
হ্যা, কেউ তার ওয়াজিব বা নফল কুরবানির জন্তুকে নিজে ভক্ষণ না করে, সে অসহায়দের দিয়ে দিতে পারে। এটার নাম নফল কুরবানি হবে। 'অসহায়দের জন্য কুরবানি প্রজেক্ট ' নামটা মাননসই মনে হচ্ছে না।
যাইহোক, নিজের ওয়াজিব কুরবানি আদায় করার পর নফল কুরবানি করা যাবে।চায় সেটা নিজ মৃত মাতাপিতার নামে হোক, বা রাসূলুল্লাহ সাঃ এর নামে হোক বা অন্য কারো নামে হোক।
فينبغي لمن وجد سعة ان يضحي عن حبيبه و نبيه صلى الله عليه و سلم كل عام ولو بشاة أو بسبع بقرة
হুজুর সাঃ এর নামে প্রতি বৎসর একটি বকরি বা গরুর সপ্তম অংশ দ্বারা কুরবানি করা সামর্থবান ব্যক্তিদের জন্য উচিৎ। (এ'লাউস সুনান-১৭/২৭২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
হুজর সাঃ এর নামে কুরবানি করে সেই জন্তুকে অসহায়দের জন্য বিতরণ করা যাবে।