আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
122 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (2 points)
AN ATHEIST MENTIONED SURAH NAHL VERSE 69, HE SAID THAT "IF HONEYBEES EAT ALL FRUITS THEN DID THEY EAT WOODAPPLE OR OTHER HARD SHELTED FRUITS? THIS QUESTION IS VERY CONFUSING. PLEASE REPLY. PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.PLEASE REPLY.

1 Answer

0 votes
by (573,870 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ    

وَ اَوۡحٰی رَبُّکَ اِلَی النَّحۡلِ اَنِ اتَّخِذِیۡ مِنَ الۡجِبَالِ بُیُوۡتًا وَّ مِنَ الشَّجَرِ وَ مِمَّا یَعۡرِشُوۡنَ ﴿ۙ۶۸﴾ 

আর আপনার রব মৌমাছিকে তার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন,ঘর তৈরী কর পাহাড়ে, গাছে ও মানুষ যে মাচান তৈর করে তাতে।
(সুরা নাহল ৬৮)

আল্লাহ তায়ালা পরের আয়াতে অর্থাৎ প্রশ্নে উল্লেখিত সুরা নাহল এর ৬৯ নং আয়াতে ইরশাদ করেনঃ-

ثُمَّ کُلِیۡ مِنۡ کُلِّ الثَّمَرٰتِ فَاسۡلُکِیۡ سُبُلَ رَبِّکِ ذُلُلًا ؕ یَخۡرُجُ مِنۡۢ بُطُوۡنِہَا شَرَابٌ مُّخۡتَلِفٌ اَلۡوَانُہٗ فِیۡہِ شِفَآءٌ لِّلنَّاسِ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۶۹﴾ 

এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু খাও, অতঃপর তোমার রবের সহজ পথ অনুসরণ কর তার পেট থেকে নির্গত হয় বিভিন্ন রং এর পানীয়; যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। নিশ্চয় এতে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন।
(সুরা নাহল ৬৯)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন্ন, 
উল্লেখিত আয়াতে আল্লাহ তায়ালা মৌ মাছিকে  প্রত্যেক ফল হতে কিছু কিছু খাওয়ার নির্দেশ দিয়েছে।
,
যদি কোনো ফল অনেক শক্ত হয়,বা উপরের আবরণ অনেক শক্ত হয়।
তাহলে সেক্ষেত্রে সেগুলো পেঁকে পড়ে গেলে বা পেঁপে পড়ে গেলে/পঁচে গেলে তাহা থেকে মৌমাছি খেতে পারবে।

★কেহ কেহ বলেছেন যে এখানে অধিকাংশ ফল উদ্দেশ্য।
★কেহ  কেহ বলেছেন যে এখানে খাওয়ার আদেশ বলতে তাদের উপর আবশ্যকীয় করে দেয়া হয়নি।
শুধুমাত্র খাওয়ার অনুমতি মাত্র।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...