ঝামেলা লাগার পর সামি স্ত্রি কে বলে যে
you must be divorced , তোমাকে আগেই তালাক দেওয়া উচিত ছিলএতদিন চম্প্রমিসে করছি আর না, তখন স্ত্রি বলে আমাকে র একটা সুযোগ দাও, তখন সামি বলে আর না চিরতরে চলে যাও just get lost, আমি র কিছু সুন্তে চাই না তুমি আজ থেকে আমার কেও না, র কোনদিন মাফ করব না, কোনদিন না, তখন স্ত্রি বলে আমকে ফোন দাও কারন এসব কথা মেসেজ এ হয়, তখন সামি বলে র আর কিছু সুনতে চাই না, তখন স্ত্রি ফোন দেয় সামি না ধরলে স্ত্রি বলে তুমিঅ আমাকে ignore করতেছ, তখন সামি বলে, you are finally ignoned স্ত্রি জানতে চায় সে কোথায় যাবে সামি বলে তুমি কোথায় যাবা তা আমি জানি না । তোমাকে র মাফ করব না, তোমাকে অবশ্যই আমার জীবন থেকে যেতে হবে, তুমি র আমার জীবনের অংশ না। সামি আরো বলে, তুমি আমাকে ভালবাস না সন্দেহ কর, তোমাকে অনেক consider কুরছি তার প্রতিদান এভাবে দিচ্ছ, "আমি র তোমাকে চাই না আমার জীবন এ, কখনোই না, কোনদিন না , আমি র তোমাকে আমার জীবনএ ফিরিয়ে নিব না, মাফ অ করব না, শান্তির জন্য তোমাকে ত্যাগ করা ফরয হয়ে গেছে , আমি র তোমাকে গ্রহণ করব না কোন দিন না কোন ভাবেও না, তুমি নিজে আমাকে হারায়ে ফেলছ, কতবার মাফ করছি হিসাব করে দেখ আর সম্ভব না, তোমার সাথে সংসার করা সম্ভব না
পরে ঝামেলা ঠিক হলে স্ত্রি সামির কাছে জানতে চায়, তুমি আমাকে এত কথা বল্লা তুমি কি আমাকে ছেরে দিছো , সামি বলে অই কথাটা কি এত সহজ এ বলা যা, তার মানে সে তালাক এর নিওত এ বলে নাই
১) এখন প্রস্ন হল সামির অই সব কথার দারা কি তালাক হয়ে যায়
২) আমাদের বিবাহিত জীবন কি ঠিক আছে???