আসসালামু আলাইকুম হজরত,
যদি কেউ মসজিদে গিয়ে দেখে নামাজ শুরু হয়ে গেছে এবং ইমাম সাহেব কিরাত পড়তেছে(ফজর, মাগরিব,এশার নামাজের সময়)এই সময় কী ঐ ব্যক্তি সানা পড়বে...আর যদি ঐ ব্যক্তি তৃতীয় অথবা চতুর্থ রাকাআত উপস্থিত হয় তখন কী সানা পড়তে পারবে..
আর যহর আর আসরের নামাজে সময় যদি দেখে নামাজ শুরু হয়ে গেছে অথবা দেখে দুই-এক ওয়াক্ত হয়ে গেছে ...তখন কী সানা পড়বে এ ব্যাক্তি।
এগুলো বিষয় সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ