বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হুরমতের আলোচনা না হলেই যে, ঈমানহারা হয়ে মৃত্যু বরণ করতে হবে বিষয়টা এমন নয়, বরং হুরমত মুসাহারা হওয়ার পর এর বিধি বিধান প্রয়োগ না হলেই কেবল ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার আশংকা থেকে যায়, কেননা হুরমত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপর এর বিধি-বিধান প্রয়োগ না হলে, অবশ্যই এর জন্য গোনাহ হবে।
(২)
তাদেরকে জিজ্ঞাসা করুন,তারা কোথায় পেয়েছে। যদি তারা না দিতে পারে, তাহলে বুঝে নিবেন,এটা অগ্রহণযোগ্য।
(৩)
এটা কোনো প্রশ্নই হতে পারে না। কি জানতে চান? পরিস্কার করে বলে ইডিট করে দিবেন।এ ব্যাপারে নতুনকরে কোনো প্রশ্ন করবেন না।
(৪)
যিনা করা কবিরা গোনাহ।এর জন্য ভয়ানক শাস্তি পেতে হবে।বিশেষকরে মাহরামের সাথে যিনার করার শাস্তি আরো ভয়ানক। হাদীসে এটাকে কিয়ামতের আলামত ঘোষণা করা হয়েছে।