আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
45 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (3 points)
আসসালামু আলাইকুম
আমি গ্রামে থাকতে নানান  সমস্যার পড়ি। শারীরিক ও মানষিক ভাবে অসুস্থ হ'য়ে পড়ি আমি ও আমার হাসবেন্ড।  রাতে ২টার দিকে ঘুম ভেঙে যেত, ভয় লাগত ঘুম হতো না। আমার হাসবেন্ড ও কয়েকদিন ভয় পেয়েছেন ঘুমের ভিতর।  কারণে অকারণে ২জনের ঝগড়া হতো। আমি তাকে একে বারেই সহ্য করতে পারতাম না।
আমার শাশুড়ী একদিন আমার ঘরের সামনে সানসেড থেকে একটা তাবিজ পান, একটা কাগজে জবা ফুল শুকনা সিঁদুর দেওয়া, ভেতরে একটা কাগজে আমার নাম লেখা কাটা চিহ্ন ও আমার হাসবেন্ড এর নাম লেখা লাল কালি বা সিঁদুর দিয়ে নাম ঢেকে দেওয়া। তা একটা লাল তাগা সুতা দিয়ে প্যাচানো ছিল।

এগুলো নিয়ে একজন গ্রামের হুজুরের কাছে নিয়ে যায় শাশুড়ী  তিনি বলেন দেখে মনে হচ্ছে বিচ্ছেদের তদবীর করেছে।  তিনি কিছু ঝাড়ফুক করেন। তা নষ্ট করেন।
আমি নিয়মিত আমল করা শুরু করি। অনেকটা সুস্থ হয়ে যায়।

যে এ ধরনের কাজ করে তা কি শিরক নয়?  শিরক করলে তো কাফের হয়েযেতে হয়, বিয়ে ও কেটে যায়।
গ্রামের অনেক মহিলা এ ধরনের তাবিজ করে অন্যকে ক্ষতি করতে। তাহলে তাদের ও কি বিয়ে কেটে গেছে।  এদের কি পুনরায় বিয়ে করতে হবে, আর বিয়ে না করে এভাবে চল্লে যে বাচ্চা হবে তারা কি বৈধ হবে।

এধরণের প্রশ্ন করা কি আমার অনুচিত হয়েছে।

1 Answer

0 votes
by (675,800 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

https://ifatwa.info/28469/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
শরীয়তের বিধান হলো জাদু টোনা করা হারাম,এমনকি এর মধ্যে কিছু ছুরত রয়েছে,যেটি মানুষকে কুফর পর্যন্ত পৌছিয়ে দেয়।
ইসলামী রাষ্ট্রে প্রমান সাক্ষী সহকারে কাহারো এমনটি করার প্রমান হয়,তাহলে জাদুগরের শাস্তি মৃত্যুদন্ড। 
(কিতাবুন নাওয়াজেল ১৬/২৭১)

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ اتَّبَعُوۡا مَا تَتۡلُوا الشَّیٰطِیۡنُ عَلٰی مُلۡکِ سُلَیۡمٰنَ ۚ وَ مَا کَفَرَ سُلَیۡمٰنُ وَ لٰکِنَّ الشَّیٰطِیۡنَ کَفَرُوۡا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ ٭

আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরী করেননি, বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু,,।
(সুরা বাকারা ১০২)

قال أبوحنیفۃ: الساحر إذا أقر لسحرہ أو ثبت بالبینۃ یقتل ولا یستتاب منہ۔ (شامي ۴؍۲۴۰ کراچی، ۶؍۳۸۲ زکریا)
সারমর্মঃ
ইমাম আবু হানিফা রহঃ বলেন, কেহ যদি তার জাদু করার কথা স্বীকার করে অথবা দলিল দ্বারা প্রমানীত হয়,তাকে হত্যা করা হবে।
তওবা চাওয়া হবেনা। 

قال العلامۃ علاء الدین الطرابلسي: قال في النوازل: الخناق والساحر یقتلان إذ أقرّ؛ لأنہما ساعیان في الأرض بالفساد۔ (معین الحکام / الباب الحادي والخمسون في القضاء بما یظہر من قرائن الأحوال والأمارات وحکم الفراسۃ …، فصل في عقوبۃ الساحر والخناق الزندیق ۱۹۳ مصطفیٰ الباپ الحلبي مصر، بحوالہ: تعلیقاتِ فتاویٰ محمودیہ ۲۰؍۵۱ ڈابہیل)
সারমর্মঃ
 শ্বাসরোধ করে হত্যা কারী আর জাদুকর যদি তাদের স্বীয় কাজের কথা স্বীকার করে,তাহলে তাদেরকে হত্যা করে দেওয়া হবে।
কেননা তারা জমিনে ফাসাদ সৃষ্টির চেষ্টা করছে।  

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কুফরি কালাম ছাড়া জাদু করা হলে এহেন জাদু করা বা করানো হারাম।
এতে কেউ কাফের হবেনা।
তবে কুফরি কালাম দ্বারা জাদু করলে জাদুকর কাফের হবে।
কুফরি কালাম করতে যাদুকরকে নির্দেশ করলে নির্দেশ দাতাও কাফের হয়ে যাবে।

আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত কাজ যদি কুফরি বাক্য দিয়ে করা হয়,সেক্ষেত্রে তাদের ঈমান চলে যাবে।
ঈমান নবায়ন করে বিবাহও নবায়ন করতে হনে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...