আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
147 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আমি একটি মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশুনা করি।পাশাপাশি অনলাইন মাদ্রাসায় আলিম কোর্সে পড়াশুনা করি,হিফজের নিয়্যাতে নাজেরা দিচ্ছি,আলহামদুলিল্লাহ ।

আমি বিবাহিত এবং আমার স্বামীও পড়াশুনার উপরেই আছেন।

আমি শারীয়াহ অনুযায়ী পর্দা করি।আমি এবং আমার স্বামী কেউ ই চাই না আমি জব করি।যেহেতু জব করবো না তাই জেনারেলের পড়াশুনা আর কন্টিনিউ করতে চাচ্ছি না।শুধু মাদ্রাসা এবং হিফজ এই মনোযোগী হতে চাই।

কিন্ত আমার পরিবার চান আমি পড়াশুনা কন্টিনিউ করি।এমতাবস্থায় মা বাবার অমতে পড়াশুনা ছেড়ে দেওয়া কি আমার জন্য যুক্তিযুক্ত ?<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_220509_134753_518.sdocx-->

1 Answer

0 votes
by (678,880 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


হাদীস শরীফে এসেছেঃ 

وَعَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «الْمَرْأَةُ إِذَا صَلَّتْ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَأَحْصَنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ بَعْلَهَا فَلْتَدْخُلْ مِنْ أَىِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে, রমাযানের সিয়াম পালন করে, গুপ্তাঙ্গের হিফাযাত করে, স্বামীর একান্ত অনুগত হয়। তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশের সুযোগ থাকবে।
(মিশকাত ৩২৫৪)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে জেনারেল লাইনে পড়াশোনা ছেড়ে দেওয়া যুক্তিসঙ্গত। 

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}

★তবে জেনারেল লাইনে আপনি যদি পূর্ণ পর্দা ও শরয়ী নীতিমালা মেনে সেই মহিলা কলেজে লেখাপড়া চালিয়ে যেতে পারেন,তাহলে স্বামীর সাথে পরামর্শ করে তার আদেশ মোতাবেক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ থাকবে। 

তিনি যদি জেনারেল লাইনে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলেন,তাহলে আপনার মা বাবার আদেশের এখানে কোনো ধর্তব্য হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...