আসসালামু আলাইকুম উস্তাজ।
•কয়েকদিন আগে আমি বিশেষ প্রয়োজনে বাথরুমে যাওয়ার সময় আমার হ্যান্ডব্যাগটাও সাথে নেই। আমার ব্যাগের ভেতর আমার ফোন এবং একটি মুসহাফ ছিল। বাথরুমে যাওয়ার সময় খেয়াল ছিল না একদমই যে ব্যাগের ভেতর মুসহাফ রয়েছে। বাথরুমে কোন এক জায়গায় আমার ব্যাগ ঝুলিয়ে আমি প্রয়োজন সারি কিন্তু পরবর্তীতে মনে পড়ে আমার ব্যাগে মুসহাফ ছিল আর আমি তা নিয়েই প্রবেশ করেছি আল্লাহুম্মাগফিরলি। এছাড়াও আমার ফোনের রিংটোনে একটি ইসলামি নাশিদ সেট করা ছিল কারণ মিউজিক যেহেতু হারাম তাই রিংটোনে মিউজিক বাদ দিয়ে নাশিদ দিয়েছিলাম যাতে নবীর ﷺ উপর দুরুদ পড়া হচ্ছে। বাথরুমে থাকতেই আমার ফোন আসে এবং ফোন সাইলেন্ট করা ছিল না বিধায় নাশিদটি বাজতে থাকে (মাওলা ইয়া সল্লি ওয়া সাল্লিম দাইমান)।
যেহেতু আমি জরুরি অবস্থায় ছিলাম আমার এসবের কিছুই মনে ছিল না। এখন আমার করণীয় কি উস্তাজ!
•আমার বাসা থেকে আমাদের মসজিদের ইকামাত এবং ইমামের ক্বিরাত,তাকবির সব কিছুই শোনা যায় স্পষ্ট। বাসা থেকে মসজিদের দূরত্ব ২০ সেকেন্ড এর মতো। একজন মেয়ে হিসেবে আমি কি বাসায় থেকেই তারাবী, ঈদের সালাত এইসব সালাতের ক্ষেত্রে ইমামের অনুসরণ করে জামাতে শরীক হতে পারব?
জাযাকুমুল্লাহু খাইরান