আমার স্বামী ভাল কোনো জব পাচ্ছেন না,, মানে সম্মানিত কোনো চাকরি,, উনার যোগ্যতা অনুযায়ী পাচ্ছেন না,, যা পাচ্ছেন তাতে উনি শান্তিমত করতে পারছেন না,, আর উনার সব চাকরি দেখা যায় ৩মাসের মত ঠিকে,এরপর ছেড়ে দিতে বাধ্য হন। আমার শাশুড়ীর মতে স্ত্রী ভাগ্য ভাল থাকলে নাকি স্বামীর রিজিক বাড়ে,,, মোটকথা আমার জন্য আমার স্বামী উন্নতি করতে পারছে না,,, এটা কি সত্যি উস্তাদ? আমার জন্য কি আমার স্বামীর রিজিকের ব্যবস্থা হচ্ছেনা?
আমি একজন প্র‍্যাকটিসিং মুসলিম,, পরিপূর্ণ পর্দা করি,,হালাল-হারাম মেনে চলার চেষ্টা করি,, আমার জানামতে এমন সব কাজ এড়িয়ে চলতে চেষ্টা করি যেসব কাজে আল্লাহ অসন্তুষ্ট হন,, যদিও আমি একজন গুনাহগার বান্দা...
উস্তাদ আমাকে উত্তম নাসিহাহ দিবেন প্লিজ আমি কি আমল করলে আমার স্বামীর রিজিকের ব্যবস্থা হবে,,,,পার্মানেন্ট একটা চাকরির ব্যবস্থা হবে...