আরবী ভাষাতেই কুরআন শিক্ষা করে কুরআন তেলাওয়াত করতে হবে ।
অন্য ভাষায় তিলাওয়াতের অনুমতি নেই।
,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ قُرۡءٰنًا عَرَبِیًّا لَّعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۲﴾
নিশ্চয় আমি এটা নাযিল করেছি কুরআন হিসেবে আরবী ভাষায় যাতে তোমরা বুঝতে পার।
(সুরা ইউসুফ ০২)
قُرۡاٰنًا عَرَبِیًّا غَیۡرَ ذِیۡ عِوَجٍ لَّعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۲۸﴾
আরবী ভাষায় এ কুরআন বক্রতামুক্ত, যাতে তারা তাকওয়া অবলম্বন করে।
(সুরা আয যুমার ২৮)
بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیۡنٍ ﴿۱۹۵﴾ؕ
সুস্পষ্ট আরবী ভাষায়।
(আশ শুয়ারা ১৯৫)
উক্ত আয়াত গুলি থেকে জানা গেল যে, আরবী ভাষায় লিখিত কুরআনই কুরআন।
আরবি ছাড়া অন্য ভাষায় পবিত্র কোরআনের সঠিক উচ্চারণ অসম্ভব। তাই কোরআনকে অন্য ভাষায় লেখা বা পড়া ওলামায়ে কেরামের ঐকমত্যে নাজায়েজ। এতে কোরআনের শব্দ ও অর্থ বিকৃত করা হয়, যা সম্পূর্ণ হারাম। সুতরাং প্রশ্নে বর্ণিত বাংলা উচ্চারণের কোরআন পড়ার কোনো সুযোগ নেই। (আল ইতকান ফি উলুমিল কুরআন, পৃষ্ঠা : ৮৩০,ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ৩/৫০৭ )
(সংগৃহিত।)
কুরআন বাংলা বা অন্য কোন ভাষায় উচ্চারণ করে পড়া যাবেনা। কারণ এভাবে পড়লে উচ্চারণ সঠিক না হওয়ার কারণে অর্থের মধ্যে গোলমাল হয়ে যাবে।
তবে প্রশ্নে উল্লেখিত বিষয়ের ক্ষেত্রে গোশত সুস্বাদু হওয়া ইত্যাদি কারনে জায়েজ হবে।