আসসালামু আলাইকুম
স্বামী ভয় দেখানোর উদ্দেশ্য বার বার বলে তুমি কি তালাক চাও, তুমি না থাকতে চাইলে জোর করে রাখবো না, এ সংসার মনে হয় টিকবে না, তুমি যা চাও তাই হবে( কোনো প্রকার নিয়ত ছাড়া) কিন্তু স্বামী জীবনে কখনও তালাক এর নিয়ত করেনি, কেনায়া বাক্য বলার ইচ্ছে করেনি..✔স্তী কথার জবাবে বলতো দিয়ে দাও
প্রশ্ন ১- স্তী যদি স্বামীর কাছে বার বার তালাক চায়, স্বামী কিছুক্ষন পর যদি ভয় দেখানোর জন্য রাগের মাথায় বলে 'তোকে তালাক দিয়ে দিবো, দাড়া এখনই দিতেছি দাড়াও, তুমি যা চাও তাই হবে( ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে, কোনো প্রকার নিয়ত ছাড়া)
প্রশ্ন ২- তালাকের মজলিশের সময়সীমা কতক্ষণ?
প্রশ্ন ৩- স্তী যদি বলে আমি বাবার বাড়ি যাবো, সংসার করবো না, স্বামী উত্তরে যদি বলে- কখন যাবে? এখন বের হবি?(ভয় দেখানোর জন্য)। কিছুক্ষণ পর স্তী শুধু বললো বাবার বাড়ি যাবো- উত্তরে স্বামী বলে- 'এখন বের হবে'।ব্যাগ গোছাও।( তালাকের নিয়তে বলে নাই, স্তীকে থামানোর জন্য)
প্রশ্ন ৪- স্বামী-স্তীর কারোরই তালাক সম্পর্কে সঠিক ধারণা ছিল না, তারা ভাবতো শুধু স্বামী তালাক দিলেই বা নিয়ত করলেই তালাক হবে-- স্বামী কখনও তালাকের নিয়ত করেনি, কিন্তু ঝড়গা হলে তালাক নিয়ে আলোচনা হতো।কিন্তু স্বামী তালাকের নিয়তে কোনো কথা বলেনি এতে কি সম্পর্কে কোনো ক্ষতি হবে।
প্রশ্ন ৫- তালাক বিষয়ে স্বামী- স্তী দুজনে সন্দিহান থাকে তাহলে কি আমল করবে।
উপরোক্ত বিষয় গুলোতে কি সম্পর্কে কোনো ক্ষতি হবে?