আসসালামু আলাইকুম, আমার এক আত্মীয়ার মুখে সবসময় খুব দ্রুতই থুথু জমে মুখ ভরে যায়। রোযাহীন অবস্থায় সে সালাতে থুথু জমে গেলে গিলে ফেলে কারন ৪ রাকাত সালাতও থুথু না গিললে সে এক নাগাড়ে শেষ করতে পারে না। আর রোযা থাকা অবস্থায় তো থুথু জমার পরিমান আরো বেড়ে যায়। যেহেতু রোযা অবস্থায় কিছু গিলে ফেললে রোযা ভেঙ্গে যায়। তাই, সে তা ডানে বা বামে ফেলে দেয় (সালাতের মধ্যেই)।
এমতবস্থায় দুটি প্রশ্নঃ
(এক) রোযাহীন অবস্থায় যদি সালাতে মুখ ভর্তি থুথু গিলে ফেলে তাহলে কি কোন গোনাহ হবে বা সালাতে সমস্যা হবে?
(দুই) রোযা অবস্থায় যে ৪ রাকাত সালাতের মধ্যে মুখভর্তি থুথু জমলে সালাত অবস্থায়ই তা ডানে বা বামে ফেলে দেয়, তাতে সালাত কি শুদ্ধ থাকবে? বা কোন গোনাহ হবে?