আসসালামু আলাইকুম,
জেন্ডার ইস্যুতে কাজ করলে কি তালাক হয়ে যাবে? কোনো মেয়ে যদি বিকল্প কোন কাজ জানেনা বিধায়, এবং নিজের ও বাবা-মা র দেখভালের জন্য জেন্ডার ইস্যুতে কাজ করে তাহলে কি তার তালাক হয়ে গিয়েছে?
উল্লেখ্য, জেন্ডারকে ক্রস-কাটিং ইস্যু হিসেবে দেখা হচ্ছে, গন-স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য নিরাপত্তা, ইত্যাদি এবং অন্যান্য বিষয় নিয়ে কাজেও জেন্ডারকে অন্তর্ভুক্ত করতে হয়। যে করছে সে আগে এ (তালাক হওয়ার) ব্যাপারে অবগত ছিলনা, দ্বীনের বুঝ আসার পর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, কাজ ছেড়েও দিয়েছিল, কিন্তু আর্থিক প্রয়োজনীয়তায় আবারও শুরু করতে হয়েছে।
এজন্য তালাক হয়ে যেয়ে থাকলে কি করা উচিত। দয়া করে জানাবেন।
জাযাকাল্লাহু খাইরান।