" একটা সময় ছিল আমি যদিও মুসলমান ঘরেই জন্মেছি,তবুও গুনাহ করতে করতে আল্লাহ থেকে অনেক দূরে ছিলাম। শুধু জুমুআর, রোজার মাসে, ঈদের নামাজ পড়তাম। আর রমজানে রোজা।
এত গুনাহ করতে করতে বিভিন্ন মাসআলা, কুরআন পড়তে হয় কিভাবে আরও অনেক কিছু ভুলেও যাই। এছাড়াও তখন ইসলাম সম্পর্কে খুব ভালোভাবে জানতাম ও না। একরকম ভাবতাম যে মুসলমান ঘরে জন্মেছি তাই মুসলিম।
পরে একদিন আল্লাহর দয়ায় হেদায়তের নুর আসে। নতুন করে ইসলামকে ভালোভাবে জানা শুরু করি।
কিন্তু একদম শুরুর দিকে, প্রচুর সন্দেহ জাগত। একদিন তো এটাও দেখা শুরু করেছি, আসলেই আল্লাহ আমার রব কিনা, কোন ধর্ম আসলে সঠিক? বিভিন্ন ধর্মের বিশ্বাস সম্পর্কে জানা শুরু করি, পরে আল্লাহই আমাকে সঠিক পথ দেখায়। "
এখন প্রশ্ন হলো এইযে মনে এমন সন্দেহ হলো আসলেই আল্লাহ আমার রব কিনা? এতে কি আমার ঈমান সম্পূর্ন ভেঙে গিয়েছিল? সেটা কি কুফর ? আমি এখন এটাও নিশ্চিত না কোনদিন মুখ দিয়ে বা মনে এমন কিছু বলেছি বা ভাবছি কিনা যাতে ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করা হয় বা ঈমান ভেঙে যায় এমন কিছু করেছি কিনা।
১.আমার কি পূর্বের ঈমান একেবারে ভেঙে গিয়েছে? পূর্বের সব আমল বাদ?
২. এখন যে পূর্বের নামাজ বাদ দিয়ার জন্য কাজা পড়ছি তা চালিয়ে যাবো? আমি নামাজ অস্বীকার করতাম না অবশ্য।
সব ভাইদের কাছে দোয়া চাচ্ছি যাতে আল্লাহ আমার ঈমান মজবুত করার দেয়, সঠিকভাবে আমল করতে পারি