জবাবঃ-
★ইচ্ছাকরে বয়স কমিয়ে লিখানো জায়েয হবে না।এটা স্পষ্টত ধোঁকা।আর ধোঁকা দেয়া হারাম।তবে যদি ঘটনাক্রমে দু বৎসর কম লিখা হয়ে যায়,এবং সেটাকে বদলানো না যায়,তাহলে এক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তি দোষী সাব্যস্ত হবে না।
চাকুরী নেয়ার ক্ষেত্রে যদি সরকারী নিয়ম থাকে ৩০বৎসরের আর সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স হয় ত্রিশ বৎসর।কিন্তু বাস্তবে বয়স হলো বত্রিশ।তাহলে এক্ষেত্রে উক্ত চাকুরী গ্রহণ না করাই উত্তম।
কেউ উক্ত চাকুরী গ্রহণ করে নিলে যদিও উক্ত কাজ অনুচিৎ হবে,তাকওয়ার পরিপন্থী কাজ হবে।তবে পরবর্তী বেতন ভাতা হারাম হবে না।বিস্তারিত জানুন-
2257
(২)এখনি ছেড়ে দিবো, এর অর্থ হচ্ছে,কিছুক্ষণের মধ্যেই আমি তোমাকে ছাড়বো,তালাক দিবো।কিন্তু এই মুহুর্তে তালাক দিচ্ছি না।কিছুক্ষণের মধ্যেই দিবো।এমনটা বলার দ্বারা তালাক পতিত হবে না।কেননা তালাকের ওয়াদার দ্বারা তালাক পতিত হয়না।বরং এক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করতে হবে যা দ্বারা অতীত বা বর্তমান কালে কোনো কিছু সংগঠিত হওয়া বুঝায়।