আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
108 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
আমাদের ক্লাসে সি আর বা Class Representative - কে অন্যান্য ছাত্র-ছাত্রীরা মজা করে Daddy বলে ডাকে।অন্যদিকে সি আর ও অনেককে child বলে সম্বোধন করে। যদিও পুরো ব্যাপারটাই জাস্ট ফান করেই করা হয়, তারপরও জানতে চাচ্ছি শরিয়তের দৃষ্টিতে এটি কি জায়েজ না নাজায়েজ??

1 Answer

0 votes
by (714,080 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মানুষের জন্য জায়েয নয়,যে নিজের নসবকে নিজ পিতা ব্যতীত অন্য কোনো দিকে সম্বন্ধযুক্ত করবে।
হযরত আবু যর রাযি থেকে বর্ণিত,
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُهُ إِلا كَفَرَ، وَمَنْ ادَّعَى قَوْمًا لَيْسَ لَهُ فِيهِمْ نَسَبٌ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ).
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি নিজ পিতা ব্যতীত অন্য কাউকে বাবা সাব্যস্ত করবে,সে যেন ছোট কুফরী করল,এবং যে ব্যক্তি নিজেকে অন্য কোনো বংশের বলে দাবী করবে,সে যেন তার জায়গা জাহান্নাম কে বানিয়ে নেয়।
(সহীহ বোখারী-৩৫০৮,সহীহ মুসলিম-৬১)

ইবনে হাজার রাহ বলেন,
وفي الحديث تحريم الانتفاء من النسب المعروف، والادعاء إلى غيره، وقيد في الحديث بالعلم ، ولا بد منه في الحالتين ، إثباتا ونفيا ، لأن الإثم إنما يترتب على العالم بالشيء المتعمد له" انتهى من فتح الباري (6/ 541).
মর্মার্থ-নিজ পিতা ব্যতীত অন্যকে নিজ পিতা সাব্যস্ত করা গোনাহের কাজ।

আল্লামা আইনি রাহ বলেন,
"  قَوْله: (وَمن ادّعى قوما) أَي: وَمن انتسب إِلَى قوم. قَوْله: (لَيْسَ لَهُ فيهم نسب) ، أَي: لَيْسَ لهَذَا الْمُدَّعِي فِي هَذَا الْقَوْم نسب، أَي: قرَابَة" انتهى من عمدة القاري (16/ 80)
মর্মার্থ-নিজ কওম ব্যতীত অন্য কওমের দিকে সাব্যস্ত করা গোনাহের কাজ।

সু্প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নিজ পিতা ব্যতীত অন্যকে পিতা সাব্যস্ত করা হারাম ও হারাম।তবে মজা করে কাউকে daddy বা হারাম হবে না।

উস্তাদ যেহেতু পিতা সমতুল্য, যাকে রুহানি পিতা বলা যায়,তাই উস্তাদকে পিতা সমতুল্য ভাবতে হবে।তবে পিতা ডাকা যাবে না।এবং রং তামাশা করে কাউকে daddy বলা যাবে না, মজাক করা যাবে না।এগুলো অবশ্যই অনুচিত ও নিন্দনীয়। 

ছাত্রদেরকে child বলে ডাকা যাবে,যেহেতু এদ্বারা বংশ প্রমাণিত হয় না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...