আসসালামু আলাইকুম।
এক বোন তার বাচ্চার ছয় মাস পূর্ণ হওয়ায় ঘরোয়াভাবে সেলিব্রেট করেছে খাবার এনে। তাতে 6 Month celebration লেখা একটা কেক ও ছিলো। এই ছবিগুলো ফেসবুকে আপলোড করেছেন। তো এই আপুর পোস্টের কমেন্টের রিপ্লাইয়ে উনি জিজ্ঞেস করেন যে এটা হারাম কিভাবে/ইসলামে ইভেন্ট জায়েজ আছে কিনা?
আমরা যে ভালো রেজাল্ট করলে মিষ্টি আনি সেটার তুলনা দিয়েছেন। এসম্পর্কে ইসলামের বিধান কি হবে জানতে চাই..
এটাকে কি জন্মদিন সেলিব্রেট করার সাথে তুলনা করা যায়?