আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্
প্রশ্নটি একজন বোনের
বোনটির বয়স ১৬ বছর। সে একটি ছেলের সাথে হারাম সম্পর্কে লিপ্ত ছিল, তাদের বাস্তবে কখনো দেখা হয়নি। একদিন বোনটির সেই প্রেমিক তাকে বলে ফোনে বিয়ে করবে, এরপর ছেলেটি তার কয়েকজন প্রাপ্ত বয়স্ক বন্ধুকে সাথে নিয়ে ফোন কলে বিয়ের সময় যেভাবে মেয়েদের কাজি যেগুলো বলে কবুল বলতে বলে সেভাবে বলে এবং মেয়েটিও মজা ভেবে কবুল বলে। তখন মেয়েটির সাথে তার বয়সী তার একজন বোন ছিলো যাকে ছেলেটি ফোনে কথা বলে সাক্ষী মানে। বোনটি এর কিছুদিন পরই ছেলেটির সাথে সম্পর্ক শেষ করে এবং মাঝে অনেকদিন কেটে গেছে।
এখন প্রশ্ন হচ্ছে তাদের এই বিয়ে হয়েছে কিনা? আর হয়ে থাকলেও করনীয় কি? কেননা ছেলেটির সাথে বোনটার কোন যোগাযোগের মাধ্যম নেই। তাদের ফেসবুকীয় সম্পর্ক ছিল, এখন নাকি কোন ভাবেই যোগাযোগের রাস্তা নেই, বর ছেলেটি বিয়ে করেছে কিনা তাও জানেনা। মেয়েটি এখন অন্য কোথাও বিয়ে করতে পারবে কিনা?