ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) ধ্যান ধরে আল্লাহকে হাজির নাজির মনে করে তাসবিহ পড়াই মূল বিষয়। বেশী সওয়াব পেতে হলে আল্লাহকে হাজির নাজির রোখেই তাসবিহ পড়তে হবে।
(২)
ছাত্র ছাত্রী যেকোনো জায়গায় পড়তে পারে। এক্ষেত্রে গোনাহ হবে না। তবে স্কুল কলেজে না যেয়ে নিজ বাসায় পড়া কখনো মঙ্গলজনক হবে না।
(৩)
এশার সালাতের আগে রাতের খাবার খাওয়াই আহলে আরবদের রীতিনীতি ছিল।
(৪)
পড়াশোনার খাতিরে আপনি এশার পর ঘুমাতে পারবেন।
(৫)
জাযাকাল্লাহ দিয়ে যাবে। বা আরো কোনো দু'আ দ্বারাও দিতে পারবেন।
জাযাকাল্লাহ পুরুষকে বলা হয়।
জাযাকিল্লাহ মহিলাকে বলা হয়।
খাইরান অর্থ উত্তম।
জাযাকাল্লাহ অর্থ,আল্লাহ তোমাকে বিনিময় দান করুক।
শুধুমাত্র জাযাকাল্লাহ বা জাযাকিল্লাহ দ্বারাও দু'আ হয়।তবে জাযাকাল্লাহু/জাযাকিল্লাহু খাইরান বললে অর্থে আরেকটু উত্তমতা আসে।তাই সময় সুযোগ থাকলে পূর্ণ দু'আ বলাই উত্তম।কেউ শুধুমাত্র জাযাকাল্লাহ/জাযাকিল্লাহ বললেও হবে।