ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/8214 নং ফাতাওয়ায় বলেছি যে,
হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে।(বেহেশতী জেওর-১/২০৬)
তথা সাদা রং ব্যতীত সকলপ্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত।
কারো যদি নিয়ম থাকে যে, মাসে চার বা পাঁচ দিন হায়েয আসে।এই চার বা পাঁচ দিন অতিবাহিত হয়ে যে নামাযের ওয়াক্তে রক্ত বন্ধ হবে, সে নামাযের আখের ওয়াক্তে গোসল করে উক্ত নামায পড়বে।অতঃপর আবার হায়েয দেখা দিলে নামায ছেড়ে দিবে।(আহসানুল ফাতাওয়া;২/৬৮)
আল্লাহ-ই ভালো জানেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পিরিয়ডের ডেটের এক দুইদিন আগে থেকে আপনার খয়েরি ডিসচার্জ শুরু হয়েছে।এটা পিরিয়ড হিসেবে গণ্য হবে। এমতাবস্থায় আপনি সালাত আদায় করবেন না।যখন দশ অতিবাহিত হবে বা বন্ধ হবে,তখনই আপনি সালাত আদায় করবেন। (শেষ)
সুতরাং
যদি আপনার পূর্বের হায়েয থেকে ১৫ দিন অতিবাহিত হওয়ার পর ১৫ তম দিনে এখন রক্তস্রাব দেখা যায়, তাহলে এটাকে হায়েয হিসেবেই গণ্য করা হবে।সুতরাং ১৫ তম দিন থেকেই আপনি হায়েয গণ্য করবেন।
(২)
প্রত্যেককে তার নিজ আ'মলের হিসাব দিতে হবে।সুতরাং আপনার আয়না দেখার কারণে আপনার কোনো গোনাহ হবে না।