আসসালামু 'আলাইকুম,
১,
https://ifatwa.info/32932?show=32945 ফতোয়ার ১নং প্রশ্নের জবাবে বলেছেন যেহেতু তারা আমার ২৬০ টাকা গ্রহণ করেছে।
এখানে কথা হল,হযরত, তারা আমার টাকা গ্রহণ করেছে কিনা জানিনা,দোকান মালিক কে যখন বলি আপ্নারা ৩০০ টাকা নিলে এটা আমার অসন্তুষ্টি হবে তখন তারা ইগো দেখিয়ে এক্টাকাও নিতে চায়না।তখন আমি ২৬০ টাকা ওই লোকের সামনে পাশে রেখে দোকান থেকে বেরিয়ে আসি
।তাহলে মাস'য়ালা কি হবে।
২,অনেক সময় আমরা রিক্সা ভাড়া ঠিক করে উঠিনা,তবে আইডিয়া থাকে কেমন ভাড়া হবে,তখন রিক্সা হতে নামার সময় যদি সে অনেক বেশি চায় আর বাদানুবাদ হয় এক্ষেত্রে কি করা উচিত।
৩,অনেক সময় এমন যে লেনদেনের সময় উভয়ের সন্তুষ্টি থাকেনা,যে সেবা গ্রহীতা সে যযথেষ্ট মূল্য দেয়না,কিন্তু সেবা প্রদানকারী পরিস্থিতির চাপে হোক বা যেভাবে হোক তাতে তার সন্তুষ্টি থাকেনা,সম্মতি থাকেনা,তবু সেই স্বল্প টাকা নিতে হয় মনে দুঃখ রেখেই এতে কি সেবা গ্রহীতার পাপ হবে? বিপরীত কাজ সেবা প্রদান কারী করলে তখন।