ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
ওযু ভাঙার পর কোনো কথা না বলে ওযু করে এসে আবার নামাজ দাড়াতে হবে, এক্ষেত্রে নতুন ওযু করার আগে বিসমিল্লাহ পড়া কিংবা ওযুর পর কালেমা শাহাদাত পড়ার কোনো নিয়ম নাই। তবে কেউ এগুলো পড়ে নিলে নামায ফাসিদ হবে না।
মোটকথা, না পড়া উত্তম।
(২)
নতুন করে ওযু করে এসে তাকবির দিয়ে কি যে অবস্থায় ওযু ভেঙ্গেছিলো ওই অবস্থায় যাবেন। যেমন সিজদায়ে ওযু ভাঙলে ওযু করে এসে, হাত তুলে তাকবির দিয়ে তারপর সিজদায় যেতে হবে।
(৩)
বেনা করলে সাহু সিজদা দিতে হবে না।
(৪)
ফরয সুন্নত নফল সব নামাজেই বেনা করা যাবে।