ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
আমরা এরকম কোনো হাদিস সম্পর্কে জানিনা।
(২)
আমরা এরকম কোনো হাদিস সম্পর্কে জানিনা।
(৩)
আমরা এরকম কোনো হাদিস সম্পর্কে জানিনা।
(৪)
পুষ্টিবিজ্ঞানের আলোকে যে মাশরুম স্বাস্থ্য সম্মত, সেই মাশরুম আপনি খেতে পারবেন।
(৫)
জ্বী , খাওয়ার পর মুখ হাত ধৌত করার কথা হাদীসে এসেছে।হাদিসটি সহীহ।
(৬)
আমরা এরকম কোনো হাদিস সম্পর্কে জানিনা।
(৭)
সহবাসের সময় প্রয়োজন ব্যতিত কথা বলা মাকরুহ।কথা বললেই যে সন্তান বোবা হবে, বিষয়টা এমন নয়।হ্যা, উলামায়ে কেরাম বোবা হওয়ার আশংকা পেশ করেন। বোবা হওয়া না হওয়া,সম্পূর্ণ আল্লাহর হুকুমেই হয়ে থাকে।
(৮)
সহবাস এ-র সময় স্ত্রীর লজ্জা স্থান দেখলে সন্তান অন্ধ হয়ে জন্মায়, এটাও নিশ্চিত কোনো বিষয় নয়।
হ্যা, উলামায়ে কেরাম অন্ধ হওয়ার আশংকা পেশ করেন। অন্ধ বা বোবা হওয়া না হওয়া,সম্পূর্ণ আল্লাহর হুকুমেই হয়ে থাকে।
(৯)
মিসওয়াক সম্পর্কে বর্ণিত এ হাদীস বিশুদ্ধ।
(১০)
মাতহারাতুন অর্থ পবিত্রতা।
(১১)
না, আপনি কাফির হবেন না।
(১২)
প্রশ্নটা অস্পষ্ট। কমেন্টে স্পষ্ট করে লিখবেন।
(১৩)
এরকম কোনো হাদীস বা ফাতাওয়া সম্পর্কে আমাদের জানা নেই।
(১৪)
প্রশ্নটা অস্পষ্ট। কমেন্টে স্পষ্ট করে লিখবেন।
(১৫)
উক্ত হাদীসে বন্ধকি প্রথার এদিক ওদিক নিয়ে আলোচনা করা হয়েছে।
(১৬)
প্রশ্নটা অস্পষ্ট। কমেন্টে স্পষ্ট করে লিখবেন।