আসসালামু আলাইকুম।
১) পূর্বে ঘটে গেছে এমন
কিছু বিষয়/ আলাপ-আলোচনা /ঘটনা নিয়ে মনে সন্দেহ আসাই কি ওয়াসওয়াসা???
ওয়াসওয়াসার সংজ্ঞা কি ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একই??? হানাফি মাযহাবের জন্য ও এটাই?
ওয়াসওয়াসার সংজ্ঞা কি জীবনের সকল পরিস্থিতিতে (বিবাহিত, এক তালাক বায়েন প্রাপ্ত, অবিবাহিত ইত্যাদি) একই?????
২) পূর্বে একজনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা / পূর্বে তার সাথে
কিছু আলাপ- আলোচনার
কিছু বিষয় নিয়ে আমি শিউর না।
আমার শুধু মনে হয় আমাদের
আলাপ-আলোচনায় সে;
"এমন বলেছিলো, কি না........,"
"এমন ঘটেছিল কি না.......।"
কিন্তু সেগুলো আমার স্পষ্ট মনে পড়ে না।স্পষ্ট কি, আসলে কিছুই মনে পড়ে না।
[ আমার মনের অবস্থাটা নিম্নরূপঃ
নিজের মনেই প্রশ্ন আসে
" সে কি সেদিন আমাকে এই কথাটা বলেছিলো? এমন কি ঘটেছিলো?
আবার মনই উত্তর দেয়
না, সম্ভবত এসব বলে নাই।
এরপর আবার মনই বলে" নাকি এমন বলছিল।???????
"আয়হায়! আমার তো মনে পড়তেছে না।
সে কি এমন কথা বলছিল? নাকি বলে নাই? নাকি বলছিলো???? ]
সেদিনের আলাপ- আলোচনাতে সে কি কি বলেছিলো, আমি স্পষ্ট মনে করতে পারতেছি না,সত্যি।
আমি কি এটা আমার জন্য ওয়াসওয়াসা ধরে নিবো???
৩) আমার মনে যে আমাদের আলাপ-আলোচনার কিছু বিষয়ের কথাগুলো নিয়ে এমন অবস্থা তৈরী হয়েছে, এখন আমি কি ধরে বাকি টা জীবন পরিচালনা করবো???
ইসলাম আমাকে এক্ষেত্রে কি নির্দেশ দেয়???
আমার মনে যেগুলো সন্দেহ হিসেবে আসছে,সেগুলোর সবগুলোই আমার জন্য নেগেটিভ। আমার মনে আসা সন্দেহগুলোকে সত্যি ধরে বাকী জীবন অতিবাহিত করে আমার কি নিজেকে কষ্ট দেওয়া উচিত????
কিন্তু যদি সন্দেহগুলোর কোন একটা সত্যি হয় অথচ আমি সেগুলোকে মিথ্যা ধরে জীবন পরিচালনা করি,তাহলে কি আমার পাপ হবে???কিন্তু আমার কি দোষ আমি তো স্পষ্ট মনে করতে পারতেছি না,সন্দেহের ব্যাপারগুলো???আমি তো শিউর না।
অবশ্যই নিচের প্রশ্নের উত্তর দিয়েনঃ
★★★আমি কি আমার জন্য পজেটিভ জিনিসগুলো সত্যি ধরেই নির্ভয়ে- নিশ্চিন্তে জীবন পরিচালনা করবো ???? ★★★
★যার সাথে
আলাপ- আলোচনা তাকে এসব বিষয়ে নিয়ে জিজ্ঞেস করা একটা বিশেষ কারণে আমার পক্ষে সম্ভব না।★
৩) আমার জীবনে একটা ঘটনা ঘটার কাছাকাছি সময়েই সম্ভবত পরেরদিনই আবারও বলি পরেরদিনই , ঐ ঘটনা বর্ননা করে আমি এই ওয়েবসাইট থেকেই ফতোয়া নিয়েছি,গত ১০ তারিখ।
কিন্তু আজকে হঠাৎ আমার মনে হচ্ছে ঐদিনের আলাপচারিতায় মনে হয় এমন একটা কথা বলছিলো,এমন একটা ঘটনা হয়েছিল , কিন্তু সেগুলো তো আমি সেদিন উল্লেখ করে ফতোয়া নেই নাই।
★আজকে আমার যেই বিষয়টা মনে হচ্ছে ......তা কিন্তু আমার স্পষ্ট মনে পড়ে নাই। আমার সন্দেহ। আজকে মনে হচ্ছে , সেদিন মনে হয় এটাও বলছিলো।নাকি বলে নাই।
কিন্তু মুহতারাম, আমি যেদিন সেই ঘটনাটা ঘটেছে, তার পরদিনই আমি ঘটনা বর্ননা করে ফতোয়াটা নিয়েছি।সেদিন তো আজকে আমার মনে যা সন্দেহ হিসেবে আসতেছে,তা উল্লেখ করি নাই।
তাহলে আজকে যা মনে সন্দেহ হিসেবে আসতেছে, তা কি সত্যিই ঘটেছিলো???
তাহলে আমি সেদিন উল্লেখ করলাম না কেন?
আজকে মনে সন্দেহ হিসেবে আসা ব্যাপারটা গত ১০ তারিখ করা ফতোয়ার সাথে সংজোযন করে আবার আমি ফতোয়া নিবো????
নাকি গত ১০ তারিখ আমি যে ঘটনা বর্ননা করেছি তার বাহিরে আর কিছু ঘটে নাই,এমন ধরবো এবং নিশ্চিন্তে থাকবো????