আমার বোন আজকে আমার সাথে খুব ঝামেলা করে,ওর বিয়ের এক বছর হয়েছে আজ,ওর হাজবেন্ড চেয়েছে আমাদের বাসার সবাই মিলে খেতে যাবে বাইরে(বিয়ের অনেক দিন সে এখানেই থাকে আমাদের বাসায়,এখনো ওকে উঠিয়ে নিয়ে যাওয়া যা বলে ওটা করেনি),আমি বলেছি আমি যাবো না,আমি নতুন পর্দা করি,নিকাব পরে বাইরে খাওয়া এখনো পারিনা আর আমি বেশি ইন্টারেকশনেও যেতে চাই না ওর হাজবেন্ডের সাথে।এ নিয়ে বাসায় ভীষণ গোলমাল হয়।
এরমধ্যে আজকেই কলিং বেল বাজায় আমি খুলতে যাই,আব্বুকে মিররে দেখেই আমি খুলেছি,কোনো ওড়নাই ছিলো না গায়ে,কিন্তু ওর হাজবেন্ড ও যে আছে আমি দেখিনি,আর কিভাবে জানিনা সেই আগে ঢুকলো,আমাকে পর্দা ছাড়াই দেখে ফেলেছে আর আমার এখন নিজেকে পাগল পাগল লাগছে যে পর্দা করার জন্য এতোকিছু করলাম আর শেষে এমন ই হলো আজ! আল্লাহ্ কি আমার উপর কোনো কারনে রাগ? আমি কি ভুল করেছি না যেয়ে?
আমার ঠিক মাথা কাজ করছে না,দুঃখিত এ ধরণের আজব প্রশ্ন করে বিরক্ত করায়