আসসালামু আলাইকুম উস্তাজ।
আমার বাসায় আমি একা থাকি, হাজবেন্ড যখন জবে থাকে।
একা থাকলেই আমার নামাজে অনেক তাড়াহুড়ো লাগে, মনোযোগ একদম ই দিতে পারিনা,খু্ুশু খুযুর প্রচন্ড অভাব হয়।
কিন্তু কোনো কারণে হাজবেন্ড বাসায় নামাজ পড়লে এসব কোনো সমস্যাই হয়না আলহামদুলিল্লাহ।
এ সমস্যার জন্য নিজে নিজে সেল্ফ রুকাইয়া করি, কিছুটা উন্নতি হলেও ৮০% ক্ষেত্রে নামাজের আদব একদম ই মেইন্টেঈন করতে পারিনা, আস্তাগফিরুল্লহ।
এমন অবস্থা দেখে, আমার হাজবেন্ড কয়েকবার বাসায় ই নামাজ আদায় করেন আমার সাথে।
আমার কোয়েশ্চেন হলো এই কারণে জামাত বাদ দিয়ে বাসায় নামাজ আদায় করা জায়েজ হবে?
এজন্য কি গুনাহের ভাগীদার হতে হবে?
উল্লেখ্য যে, আমার সাথে থাকার মতো আর কেউ নেই, বাবার বাড়ি শ্বশুরবাড়ি সব অন্য বিভাগে, আমি একা এক বিভাগে।
দয়া করে জানাবেন উস্তাজ।
জাযাকাল্লাহু খইরন।