১.ফরজ গোসলে মাথার চুল খিলাল করব কিভাবে?
২.আমি শহরে থাকি পুকুরে ফরজ গোসল করার সুযোগ নেই।ঝর্ণার নিচে কতক্ষণ দাড়ায়ে থাকব?
৩.ফরজ গোসলে লজ্জাস্থানের নিচে পানি পৌছাতে এক মগ পানি ঢালতে হবে, কিন্তু কোথা থেকে মাথা থেকে না পিছন দিক থেকে?আমি কিন্তু ঝর্ণার নিচে গোসল করি তাই পানি ঢালার সুযোগ না থাকলে ঝর্ণার নিচে কিভাবে নিশ্চিত হবো যে লজ্জাস্থানের নিচের ভাজ গুলোতে পানি পৌছেছে।বিশেষকরে অন্ডকোষএর নিচের চিপায়। আমি ঐ অঞ্চলে গোসলে হাত লাগাইনা। আমি শুধু ফরজ কাজগুলো করি।
৪.নাভি, বগল, কান কি গুতানো লাগবেনা?আর কিভাবে এগুলোতে পানি পৌছাতে হয়।
৫.নিজের অনিচ্ছায় এসব চিপায় যদি পানি না পৌছায় এবং পরেও যদি আমি না বুঝি তাহলে কি নামাজগুলো কবুল হবে ?
একটা একটা করে পাচটি প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে দিবেন যেন আমি নিশ্চিত হতে পারি যে শরীরে পানি পৌছেছে,আর না পৌছালেও গোসল হবে এবং ওয়াসওয়াসাকে তাড়িয়ে দিতে পারি। উত্তর দিলে উপকৃত হতাম। আপনার জন্য দোয়া করি।
আমার আগের প্রশ্নটি ছিল(যার উত্তর আপনি দিয়েছেন) - আমার ফরজ গোসল করতে ৪৫ মিনিট লাগে।আমি শুধু কুলি করি,নাকে পানি দেই এবং ঝর্ণার নিচে দাড়িয়ে শরীরে পানি পৌছাই।আমার গোসলের সময় চুল খিলাল করতে লাগে ১০ মিনিট,নাভি গুতাতে গুতাতে অবস্থা খারাপ, নাভিতে হাতও লাগেতে পারিনা ব্যথা পাই তবুও অনেক গুতাই, নাভিতে আঙুল ঢুকেয়ে আঙুল নাড়াই । আমি ছেলে।আমার মনে হয় নুনুর নিচে ঝর্ণার পানি যাচ্ছে না,অণ্ডকোষ পুরোপুরি ভিজেনি,পায়খানার স্থানের ভাজে পানি যায়নি, পায়খানার স্থান ও অণ্ডকোষ এর মাঝমাঝি যেই ভাজের মতো নিচু জায়গা থাকে সেখানে পানি যায়নি,আর মাথার চুল খিলাল করতে গেলে লাগে ৭ মিনিট। আমি খুবই কষ্টে আছি।লজ্জার কারণে কাউকে এ ব্যাপারে জানাতেও পারি না। এই ওয়াসওয়াসা থেকে বাচার উপায় কি।নিজের অজানায় যদি শরীরের কোনো চিপা শুকনো থাকে তাহলে কি ফরজ গোসল হবে?আর মগ দিয়ে পানি ঢেলে গোসল করতে আমার লাগে দেড় ঘন্টা।এই প্রশ্নগুলোরউত্তর বিস্তারিতভাবে একটা একটা করে দিবেন। প্লিজ। বিশেষ করে লজ্জাস্থানের নিচে পানি পৌছানোর ব্যাপারে আমি বেশি ওয়াসওয়াসায়আক্রান্ত।লজ্জাস্থানের অঞ্চলগুলোয় পানি পৌছাতে আমি আমার শরীর নাড়াই, কাত করি,পেছন দিক উচু করি আমি ফরজ গোসলে নুনু বা নিচের দিকের কোথাও হাত লাগাইনা। এই অঞ্চলগুলো গোসলের আগেই পরিষ্কার করে ফেলি।