আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
172 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
1.  জান্নাতি হুর ও দুনিয়ার নারী তাদের মধ্যে সম্মান কার বেশি???
2.  এ সম্পর্কে কি কি হাদিস আছে??

3.  জান্নাতে যে নতুন মাখলুক গুলো  থাকবে জান্নাতীদের জন্য তারা কি মহান আল্লাহ কে দেখতে পারবে  নাকি এ সুযোগ আমাদের মানুষের জন্যই??

4. সিজদায় কি নিজের  ইচ্ছামত দোয়া করা যায়??

5. হযরত মুহাম্মদ সাঃ উনার দুইজন দাসি ছিল  তিনি কি তাদেরকে আজাদ করে দিয়েছিলেন?? আর যদি না দিয়ে থাকেন তাহলে এর পিছনে কারণ কি ছিল?? তাদের কোথাও জায়গা ছিল না এমনকি??

6. দুনিয়াবী পড়াশোনা কতটুকু দরকার?? বাংলাদেশে প্রচলিত পড়াশোনা (জেনারেল লাইন)??   যেহেতু পড়াশোনা করতেই হচ্ছে বর্তমান সমাজব্যবস্থা অনুসারে তাহলে নিয়ত কি রাখবো??? পড়াশোনার উদ্দেশ্য কি রাখবো??? নিয়তটা কি হওয়া উচিত??

7. আমাদের কিছু নাস্তিক্য বিষয় পড়তে হয় কিন্তু এসব আমি বিশ্বাস করিনা যেমন ডারউইন মতবাদ এখন পরীক্ষার জন্য পড়তে হয় এ ক্ষেত্রে কি করণীয়???

8. সরকার বলেছে নিজের  বুদ্ধি   প্রয়োগ করে নিজের জ্ঞান করে  এসাইনমেন্ট করতে কিন্তু সবাই দেখে দেখে করছে এক্ষেত্রে আমি যদি নিজের  জ্ঞানে  করি  তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক । এখন সবাই দেখে দেখে করে  আমি যদি নিজে নিজে করি তাহলে আমার নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে তারা দেখে দেখে করে ভাল  মার্ক পাই।  এখন আমার কি করা উচিত?? আমি যদি না দেখি লিখি লাখ লাখ স্টুডেন্টদের মধ্যে আমারে  রেজাল্ট খারাপ আসবে??? অথচ তারা দেখে দেখে সবাই?? আর ভাল  মার্ক পাই । এখানে কি আমার সরকারি নির্দেশনা মানা জরুরী?? আমার কি পাপ হবে?? যেহেতু সবাই এটা করে??

9. ধন্যবাদ আপনাদের এরকম সুন্দর উদ্যোগ নেয়ার জন্য আল্লাহ আপনাদের দুনিয়া আখেরাতে কল্যাণ  দিক আমিন।

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম। 


(১.২)
দুনিয়ার স্ত্রীরাই উত্তম হবে,হুরদের তুলনায় তাদেরই সম্মান বেশি হবে।

হাদীস শরীফে এসেছেঃ 

আল মু'জামুল কাবীর গ্রন্থে তবরানী রহঃ রেওয়ায়াতে উল্লেখ করেনঃ

روى الطبراني في معجمه الكبير عن أم سلمة رضي الله عنها قالت: قلت: يا رسول الله أخبرني عن قول الله حور عين. قال: حور بيض، عين ضخام العيون، شقر الجرداء بمنزلة جناح النسور. قلت: يا رسول الله أخبرني عن قوله (كأنهن لؤلؤ مكنون). قال: صفاؤهنَّ صفاء الدر في الأصداف الذي لم تمسه الأيدي. قلت: يا رسول الله أخبرني عن قوله (فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ)[الرحمن:70]. قال: خيرات الأخلاق، حسان الوجوه. قلت: يا رسول الله أخبرني عن قوله (كَأَنَّهُنَّ بَيْضٌ مَكْنُونٌ)[الصافات:49]. قال: رقتهن كرقة الجلد الذي رأيت في داخل البيضة مما يلي القشر وهو العرفي. قلت: يا رسول الله أخبرني عن قوله (عُرُباً أَتْرَاباً)[الواقعة:37]. قال: هنَّ اللواتي قبضن في دار الدنيا عجائز رمصا شمطا خلقهنَّ الله بعد الكبر فجعلهنَّ عذارى، عُرُبًا متعشقات محببات، أترابًا على ميلاد واحد. قلت: يا رسول الله أنساء الدنيا أفضل أم الحور العين؟ قال: بل نساء الدنيا أفضل من الحور العين، كفضل الظهارة على البطانة. قلت: يا رسول الله وبم ذاك؟ قال: بصلاتهنَّ وصيامهنَّ وعبادتهنَّ الله، ألبس الله وجوههنَّ النور، وأجسادهنَّ الحرير، بيض الألوان، خضر الثياب، صفراء الحلي، مجامرهنَّ الدر، وأمشاطهنَّ الذهب، يقلن: ألا نحن الخالدات فلا نموت أبدًا، ألا ونحن الناعمات فلا نبأس أبدًا، ألا ونحن المقيمات فلا نظعن أبدًا، ألا ونحن الراضيات فلا نسخط أبدًا، طوبى لمن كنا له وكان لنا. قلت: يا رسول الله المرأة منا تتزوج زوجين والثلاثة والأربعة ثم تموت فتدخل الجنة ويدخلون معها، مَنْ يكون زوجها؟ قال: يا أم سلمة إنها تخير فتختار أحسنهم خلقًا، فتقول: أي ربِّ إنَّ هذا كان أحسنهم معي خلقًا في دار الدنيا فزوجنيه. يا أم سلمة ذهب حسنُ الخلق بخير الدنيا والآخرة.

সারমর্মঃ 
হযরত উম্মে সালামা রা. বলেন; দুনিয়ার নেককার মহিলাগণ উত্তম না জান্নাতের হুরগণ উত্তম?
রাসুল সাঃ উত্তরে বললেন, হে উম্মে সালামা! দুনিয়ার নারীরাই উত্তম !!
তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সা. কেন? কীভাবে?? মহানবী সা. বললেন, তাদের নামাযের কারণে, রোযার কারণে। তারা আল্লাহ তা’য়ালার ইবাদত করার কারণে।

শায়েখ ইবনে উসাইমিন রহঃ বলেনঃ

أن نساء الدنيا يكُن خيراً من الحور العين حتى في الصفات الظاهرة . والله أعلم " انتهى من " فتاوى نور على الدرب " ( 4 / 2 ترقيم الشاملة ) .

সারমর্মঃ
দুনিয়ার স্ত্রীরাই জান্নাতী হুরদের থেকে উত্তম হবে।
প্রকাশ্য গুণ (চেহারা) এর দিক থেকে দুনিয়ার স্ত্রীরাই উত্তম হবে।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এ সংক্রান্ত যেই হাদীস গুলো পাওয়া যায়,সবই জয়ীফ।
,
(০৩)
হাদীস শরীফে শুধুমাত্র জান্নাতী পুরুষ নারীদের জন্য এ নিয়ামতের ঘোষণা এসেছে।
অন্যান্যদের জন্য নয়।
,
(০৪)
মনে মনে যেকোনো দোয়া করতে পারবেন।
উচ্চারণ করে দোয়া করলে কুরআন হাদীসে বর্নিত দোয়াই করতে হবে।

,
তবে কিছু ইসলামী স্কলারগন যেকোনো দোয়ার অনুমতি প্রদান করে থাকেন।
তাই তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন। 
,
বিস্তারিত জানুনঃ 

(০৫)
রাসুলুল্লাহ সাঃ এর  দু’জন দাসী ছিল। একজন খ্রিষ্টান কন্যা মারিয়া ক্বিবত্বিয়াহ। যাকে মিসররাজ মুক্বাউক্বিস হাদিয়াস্বরূপ পাঠিয়েছিলেন। অন্যজন ইহূদী কন্যা রায়হানা বিনতে যায়েদ আল-কুরাযিয়াহ। ইনি বনু কুরায়যার যুদ্ধে বন্দী হন। 

আবু ওবায়দাহ আরও দু’জন দাসীর কথা বলেছেন। যাদের একজন জামীলা। যিনি কোন এক যুদ্ধের বন্দীনী ছিলেন। অন্যজন তাঁর স্ত্রী যয়নব বিনতে জাহ্শ (রাঃ) কর্তৃক হেবাকৃত।
আর-রাহীক্ব ৪৭৩-৭৫ পৃঃ; যাদুল মা‘আদ ১/১০২।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
 মারিয়া ক্বিবত্বিয়াহ এর গর্ভ থেকে যেহেতু রাসুল সাঃ এর সন্তান হয়েছিলো,তাই তিনি তো উম্মে ওয়ালাদ হিসেবে স্ত্রীর মর্যাদা পেয়েছিলেন।  
তাই তাকে আযাদ করা হয়নি।
জানামতে বাকি বান্দীরা আযাদ হয়েছিলো।

(০৬)
এ সংক্রান্ত জানুনঃ
   
(০৭)
পরিক্ষার জন্য নিজ আকীদা ঠিক রেখে পড়তে পারেন।
তবে আকীদায় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে পড়বেননা।
,
(০৮)
হ্যা, এক্ষেত্রে সরকারি নির্দেশনা মানা জরুরী।
নতুবা গুনাহ হবে।
রেজাল্ট ভালো হবেনা,এই অজুহাতে বোর্ডের সিদ্ধান্তের বাহিরে গাইড দেখে এসাইনমেন্ট তৈরী করা শরীয়ত বহির্ভূত কাজ।
ইসলাম এর অনুমোদন দেয়না।  

(০৯)
আল্লাহ তায়ালা আপনাদেরকেও দুনিয়া আখেরাতে উত্তম জাযা দান করুন।
আমিন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...