আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
কোনো স্থানে তিনদিন অবস্থান করলে সে স্থানে অবস্থানরত সময়ে বা ভ্রমণরত সময়ে কি কসর আদায় করতে হবে? ( বাড়ি থেকে সেই স্থানের দূরত্ব ষাট কিলোমিটার, গাড়িতে যেতে দুই ঘন্টা লাগে)
একজন মুসাফির কি সুন্নত ও ওয়াজিব স্বালাত পড়বেন?
জাযাকাল্লাহ খাইর।