আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ !
১/পিতামাতা যদি টুপি পানজাবি পড়ে সালাত আদায়ে বাধা দেয় ?
২/পিতামাতা যদি অতিরিক্ত খেতে জোরাজোরি করে ? বা জুলুম করে ?
৩/ আমাকে নামাজ পড়তে দেখলে আমার বাবার যেন মাথা খারাপ হয়ে যায় , কখনো একটু বেশি সময় নিয়ে পড়তে দেখলে জংগী বলে আর নিজের মাথায় নিজেই আঘাত করে আর মা এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না , অসুস্থ থাকে বেশির ভাগ সময় , এই জন্য সে তাবিজ , পাতা নামানোর মতো কুফরি জিনিসের আশ্রয় নেয় , আমি নামায পড়তে বললে বলে আমার ব্লিডিং হচ্ছে সবসময় এই একই কথা বলে , অন্যদিকে বাকি কাজে কোনো ছাড় নেই ,, সেটা কথা না ! আমি নামাজে বসলেই সে বলে অধিকাংশ সময় যে , সারাদিন নামাযেই যাবে এর আর রেগে গেলে নামায পড়া , দোয়া ও যিকির করা নিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করে |এমনকি জামাতে যেতে পর্যন্ত দেয় না |এক্ষেত্রে আমার করনীয় ?
৪/ তারপর নবিজী তো রাতে এশার পর খেতেন না ,, এনারা জোর করে বলে আমি তোর ভালো চাই বলে অনেক জোরাজুরি করে এশার পর খাওয়ার জন্য ! করণীয় ?
৫/ স্কুলে নামায পড়ার ব্যবস্থা নেই , এক্ষেত্রে যোহরের সালাত বিকাল ৩.২০ এর পর পড়া যাবে ?
৬/নবিজি তো বলেছেন , অন্যায় দেখলে প্রতিবাদ করতে আর আল্লাহ বলেছেন , ইবাদুর রহমান তারাই যারা মূর্খদের সাথে তর্ক না করে ! (সুরা ফুরকান)এখন কথা হচ্ছে কোন কোন জায়গায় প্রতিবাদ করা যাবে ?
৭/ পিতামাতার জুলুম কোন পর্যায়ে গেলে হিজরত করা যাবে ?
৮/পিতামাতার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করবো ?
৯/ মেসওয়াক করাকে জংগী , উগ্রবাদী কার্যক্রম হিসেবে চিহ্নিত করলে কি করনীয় ?
১০/ ফজরের জন্য উঠতে বাধা দিলে করণীয় ?
১১/ পিতামাতা কোনো কিছু কিনে নিয়ে এনে বললো এটা লুকায় রাখো । একা একা খাবা বাহিরের কেউ যেন ভুলেও টের না পায় , সেক্ষেত্রে তা ভক্ষণ করা কি যাবে ?
একটু বিস্তারিত লিখে জানাবেন ! জাজাকাল্লাহ