بسم الله الرحمن الرحيم
জবাব,
وَيُكْرَهُ لِلْمَأْمُومِ أَنْ يَسْبِقَ الْإِمَامَ
بِالرُّكُوعِ وَالسُّجُودِ وَأَنْ يَرْفَعَ رَأْسَهُ فِيهِمَا قَبْلَ الْإِمَامِ.
كَذَا فِي مُحِيطِ السَّرَخْسِيِّ.
ইমামের
আগে রুকু, সেজদায় চলে যাওয়া এবং ইমামের
আগে মাথা উঠিয়ে ফেলা মুক্তাদীর জন্য মাকরূহ। [ফাতাওয়া আলমগীরী-১/১০৭, মাকতাবায়ে জাকারিয়া, দেওবন্দ]
ইমামের
আগে রুকুতে চলে যাওয়ার কারণে নামাজ মাকরূহ তাহরীমী হয়েছে।তবে ইমামের আগে রুকুতে চলে
গেলেও ইমামের সাথে যেহেতু রুকু আদায় করেছেন তাই আপনার নামায আদায় হয়ে গেছে।
প্রকাশ
থাকে যে, ইমামের আগে রুকু-সিজদা করা
বা রুকু সিজদা থেকে উঠা গুনাহ। এ ব্যাপারে হাদীসে অনেক বড় ধমকি এসেছে। আবু হুরায়রা
রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার মাথাকে ইমামের
আগে (সিজদা থেকে) উঠিয়ে নেয় তখন সে কী ভয় করে না যে, আল্লাহ
তাআলা তার মাথাকে গাধার মাথার ন্যায় করে দিবেন! অথবা তিনি বলেছেন, তার আকৃতিকে গাধার আকৃতির ন্যায় করে দিবেন? (সহীহ বুখারী,
হাদীস ৬৯১)
আবু
হুরায়রা রা. বলেন, যে ব্যক্তি
ইমামের আগে রুকু-সিজদা করে বা রুকু-সিজদা থেকে মাথা উঠায় তার কপাল শয়তানের হাতে।
(মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৩৭৫৩)
অতএব
এ ব্যাপারে সতর্ক থাকা কর্তব্য। মুকতাদীগণ সর্বদা ইমামের তাকবীরের অনুসরণ করবে। তাহলেই
এ ধরনের ভুল থেকে বিরত থাকা সম্ভব হবে।
(আলবাহরুর রায়েক ২/৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৭;
হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ২৪৮)
সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই!
কোনব্যক্তি
যদি ইচ্ছাকৃত ভাবে ইমামের পূর্বে রুকু সিজদা বা যে কোন রুকুন আদায় করে নেয়,তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুহে তাহরীমী
হবে এবং এ ব্যাপারে হাদীসে কঠোর ভাবে সতর্ক করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদেরকে নামাজের
ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন।