ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
এখানে সাত জমিন দ্বারা উদ্দেশ্য কি? এবং পৃথিবী ছাড়া অন্যান্য জমিনে কি মানুষ বসবাস করেন, এ সম্পর্কে নিশ্চিত কিছুই বলা যাবে না। নিশ্চিতভাবে একমাত্র আল্লাহই জানেন।
হ্যা, হাদীসের ভাষ্য থেকে অনুমান করা যায়, জমিনের সাতটি স্থরকে উদ্দেশ্য নেয়া হয়েছে।সেই ছয় স্থরে প্রাণির উপস্থিতিও রয়েছে।যার কিছু প্রমাণ আজ বিজ্ঞান আমাদের সামনে নিয়ে আসছে।
(২)
জ্বী, কালেমা প্রতিষ্টিত করার কথা বলা হচ্ছে।কালেমাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বরং অন্যর নিকট তা পৌছিয়ে দিতে হবে।
(৩)
জ্বী, কেউ যদি ঈমানদার থাকে, এবং ফেরাউনের নির্যাতনের ভয়ে সে বাহ্যিকভাবে মুশরিক থাকে, তাহলে সেও জান্নাতে যাবে।
(৪)
জ্বী, গুরাবা।
(৫)
তাকে হত্যা করা জায়েয হবে না।
(৬)
যারা শুধু মনে মনে চায় কালেমার বাস্তবায়ন তাদের কে বুঝানো হয়েছে।