আমি দীর্ঘদিন যাবতকালে ইবাদাতে স্বাদ পাচ্ছি নাহ, আগের মতো জিকির-কোর'আন তিলাওয়াত, অযীফা পড়তে পারি না।চেষ্টা করলেও পারি নাহ, মাঝেমধ্যেই স্বলাত কাযা হয়, ইবাদাতে স্বাদ তো দূর কি বাত, আমি আমার জীবন নিয়েও প্রচুর হতাশ,মাঝে মধ্যে তো মনে হয় আত্মহত্যা করি, কিন্তু তখনই মনে হয় "আল্লাহকে ভয় করলে, জাহান্নামে যাওয়ার ভয় থাকলে এমনটা করা যাবে নাহ" সবর করতে করতে আমি তিক্ত হয়ে গেছি, আমার ঘরের ভিতরে এত্তো অশান্তি লাগে বলার বাহিরে,খালি মন চায় কোথাও চলে যাই,সময়ে বারাকাহ নাই। মাঝে মাঝে ভাবি হয়তো বিয়ের মাধ্যমে একসময় সব ঠিক হয়ে যাবে,কিন্তু এমনটা আদৌ হবে নাহ,কারণ আমি ভাবি আল্লাহর কাছে এইজন্য যেহেতু দোয়া করি,আল্লাহই ব্যবস্থা করবেন,সে অনুযায়ী আমি কেনো কোনো পদক্ষেপ নিবো,আমি কেনো কাউকে বলবো, আবার সারাদিন চিল্লাই, ভালো লাগে নাহ, ভালো লাগে নাহ করে।আম্মুকে বলি আমাকে কোনো এতিমখানায় দিয়ে আসো, কিংবা কোথাও ফেলে রেখে আসো,নয়তো বিয়ে দিয়ে দাও।উল্লেখ্য আমি বাসায়ই থাকি, বাহিরে কোথাও যাই নাহ।আমার সাথে এমনটা চলতে থাকলে নির্ঘাত কোনো দিন মারাত্তক কোনো দূর্ঘটনা ঘটবে, আমি প্রায়ই এটা সেটা ভাংচুর করি, আমি কি করবো বুঝতে পারছি নাহ। আমার মনে হয়, আগের মতন ইবাদত করতে পারলেই হয়তো আমি এসব থেকে মুক্তি পাবো, কিন্তু পারিই নাহ, নফল ইবাদত তো অনেক পরে,ফরজেও শান্তি মতো মনোযোগ দিয়ে স্বলাত আদায় করতে পারি নাহ।নফল কোনো ইবাদাত করতেই পারি নাহ।আমাকে নসীহাহ করুন।আমি সত্যি অসহায় হয়ে পড়েছি।আমাকে আদেশ-উপদেশ দিন।আল্লাহর কালাম দিয়ে ভয় দেখান।আমি পাগল হয়ে যাচ্ছি। ঘুম কন্ট্রোল করতে পারি নাহ, এতো পরিমানে ঘুমাই বলার বাহিরে, রাত্রে ১টায় ঘুমাই যোহর ১টায় উঠি,মাঝখানে কোনো মতে ফজর পড়ি, অথচ আগে আমি রাত্রে ৩টায় উঠে ৭টায় ঘুমাতাম, মাঝখানটায় ইবাদত করতাম।আমাকে উত্তম উপদেশ দিন।জরুরি ভাবে দিন।