উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
আমাদের মূল উদ্দেশ্য হল, মুসলমানদের মাঝে পরস্পর ঐক্য ও সম্প্রীতি।
আমাদের এ ওয়েবসাইট সত্যান্বেষী মুসলিম উম্মাহর সকল দ্বীনী ভাই/বোনকে সমানভাবে মহব্বত ও শ্রদ্ধা করে।
.
সুতরাং কোনো দল হক,আর কোন দল বাতিল,এমন প্রশ্ন করা থেকে বিরত থাকাই ভালো হবে।
,
কুরআন এবং হাদীসকে যারা রাসূলুল্লাহ সাঃ এর শিক্ষা এবং সাহাবায়ে কেরামের আ'মল অনুযায়ী জানবে ও মানবে একমাত্র তারাই হক্ব।
কোনো দল বা উপদলের কর্ম বা মতাদর্শ যদি রাসূলুল্লাহ সাঃ এর শিক্ষার বিপরীত হয় তাহলে অবশ্যই সেটা পরিত্যাজ্য হবে।
দেখুন।
উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM