আসসালমুআলাইকুম
আমি কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আমার বিয়ে হয় একজন দ্বীনদার মানুষের সাথে। আমি দেখেছিলাম উনি সাদা জুব্বা পরে আমার কাছে এসে বসে ছিলেন এবং আমার খুব যত্ন করছেন। ওনার চেহারা দেখিনি স্বপ্নে। কিন্তু আমার খালা এতো ভালোবাসা দেখে হিংসা করে আমার অতীতের কিছু ঘটনা বলতে চায় আমার স্বামীকে সংসার ভাঙ্গার জন্য। (বলে রাখা ভালো আমি একাই থাকি নানুর কাছে, যখন স্বপ্ন টা দেখেছিলাম তখন আমার বিয়ে নিয়ে কোন আলোচনাও হয় নি।) তারপর আমি খুব ঘাবড়ে যাই, কিন্তু উনি তবুও আমাকে আগলে রেখেছিলেন, কারো কথায় প্রভাবিত হয়নি।
নিজের বিয়ে কখনো স্বপ্নে দেখিনি তাই স্বপ্নের ব্যাখ্যা টা জানতে চাই।
আরেকটা সপ্ন প্রায়ই দেখি সেটা হচ্ছে হেদায়েতের আগে স্কুলের একটা ছেলে কে পছন্দ করতাম, আমার ক্লাসমেট ছিল। আলহামদুলিল্লাহ এখন সব ছেড়ে দিয়েছি। কিন্তু স্বপ্নে ঐ ছেলে টা কে প্রায়ই দেখি ফজরের সলাত শেষে ঘুমানোর পরে। কিন্তু আমিতো তাকে নিয়ে কখনোই কোন চিন্তা করি না তাহলে কেন দেখি?